আত্মহত্যা হুংকার শুনেও SSC চাকরি প্রার্থীদের ফিরিয়ে দিল কমিশন!

কলকাতা: কমিশনের গেট আগলে দিনভর ছিল বিক্ষোভ-ধর্না ও আত্মহত্যার হুমকি সত্ত্বেও চাকরিপ্রার্থীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশন SSC-র চেয়ারপার্সন অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র৷ শুক্রবার দিনভর কমিশনের গেটের সামনে অপেক্ষা করেও মেলেনি ‘ম্যাডামে’র দেখা৷ মাইকে স্লোগান, বিক্ষোভ-কটূক্তি করা হলেও কমিশনের কোন প্রতিনিধি দল এসএসএসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দুপুর পর্যন্ত দেখা করেনি বলে অভিযোগ৷ অবিলম্বে জয়েনিং দেওয়ার

আত্মহত্যা হুংকার শুনেও SSC চাকরি প্রার্থীদের ফিরিয়ে দিল কমিশন!

কলকাতা: কমিশনের গেট আগলে দিনভর ছিল বিক্ষোভ-ধর্না ও আত্মহত্যার হুমকি সত্ত্বেও চাকরিপ্রার্থীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশন SSC-র চেয়ারপার্সন অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র৷ শুক্রবার দিনভর কমিশনের গেটের সামনে অপেক্ষা করেও মেলেনি ‘ম্যাডামে’র দেখা৷ মাইকে স্লোগান, বিক্ষোভ-কটূক্তি করা হলেও কমিশনের কোন প্রতিনিধি দল এসএসএসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দুপুর পর্যন্ত দেখা করেনি বলে অভিযোগ৷

অবিলম্বে জয়েনিং দেওয়ার দাবি জানিয়ে কমিশনের দপ্তরে হাজির হান নবম-দশম শ্রেণির সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের দাবি, চিঠিতে ৪৫ দিনের মধ্যে নিয়োগের আশ্বাস দেওয়া হলেও ঝুলে রয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ কাউন্সেলিং হয়ে গেলেও এখনও মেলেনি স্কুলে জয়েন্ট করার ছাড়পত্র৷ ফলে, চূড়ান্ত সমস্যায় পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এদিন, দ্রুত নিয়োগের দাবি জানিয়ে হাতে হাতে নিয়োগ পাওয়ার আবেদন জানান চাকরি প্রার্থীরা৷ কমিশনের তরফে সহযোগিতা না পেয়ে এদিন আত্মহত্যার হুমকিও দেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eight =