শিক্ষক নিয়োগে নয়া পদক্ষেপ, মধ্যশিক্ষা পর্ষদে সুপারিশ পাঠাল কমিশন

আজ বিকেল: ইন্টার্ন টিচার বিতর্কে জল ঢেলে সাংবাদিক বৈঠক করে শিক্ষক নিয়োগের গুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ তবুও, কাটেনি শূন্যপদ সংক্রান্ত বিভ্রান্তি৷ এবার কমিশনের দপ্তরে গিয়ে শিক্ষক নিয়োগের বেশ কিছু তথ্য তুলে আনলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগের গতি বাড়াতে নিয়োগের সুপারিশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে স্কুল সার্ভিস কমিশন৷

3f149d5ef49f6745c48f99def9db160d

শিক্ষক নিয়োগে নয়া পদক্ষেপ, মধ্যশিক্ষা পর্ষদে সুপারিশ পাঠাল কমিশন

আজ বিকেল: ইন্টার্ন টিচার বিতর্কে জল ঢেলে সাংবাদিক বৈঠক করে শিক্ষক নিয়োগের গুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ তবুও, কাটেনি শূন্যপদ সংক্রান্ত বিভ্রান্তি৷ এবার কমিশনের দপ্তরে গিয়ে শিক্ষক নিয়োগের বেশ কিছু তথ্য তুলে আনলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগের গতি বাড়াতে নিয়োগের সুপারিশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে স্কুল সার্ভিস কমিশন৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষকদের কাউন্সেলিং দিন ধার্য করা হয়েছে ২২, ২৪,২৫ জানুয়ারি৷ মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে প্রধান শিক্ষকদের কাউন্সেলিং আগে করি দেওয়ার লক্ষ্য করেছে কমিশনে৷ প্রধান শিক্ষকদের পাশাপাশি একাদশ-দ্বাদশে ৮২২ আসনে তৃতীয় কাউন্সেলিংয়ের দিন স্থির হয়েছে ফেব্রুয়ারি মাসে৷ কমিশন সূত্রে খবর, একাদশ-দ্বাদশে শূন্যপদ সমস্যা মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ৷ শূন্যপদের সমস্যা মিটলে শুরু হবে কাউন্সেলিং৷

নবম-দশমের দ্বিতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জানুয়ারির শেষ সপ্তাহ প্রকাশিত হতে পারে বলে কমিশন সূত্রে খবর৷ কাউন্সেলিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা৷ বাংলা বিষয়ে কাউন্সেলিং একসঙ্গেই করাতে চাইছে কমিশন৷ দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়ার পর CATEGORY WISE RESIDENTIAL VACANCY তে নবম-দশমে দ্বিতীয় দফায় কাউন্সেলিং হবে৷ এরপরই নবম-দশমে তৃতীয় কাউন্সেলিং ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রে খবর৷ নিয়োগ পর কত আসন ফাঁকা পড়ে রয়েছে, তার রিপোর্ট এখনও কমিশনে হাতে আসেনি বলে খবর৷ রিপোর্ট আসার পর ওই পদে নিয়োগর ভাবনা রয়েছে কমিশনের৷ সবকিছু ঠিকঠাক থাকলে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা৷

শিক্ষক নিয়োগের বিষয়ে সৌমিত্রবাবু জানান, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার ২২৪৩টি পদ শূন্য৷ কাউন্সেলিংয়ের পরে সুপারিশ পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে৷ ফেব্রুয়ারির মধ্যেই প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের নিয়োগ শেষ হবে৷ নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্ব শুরু হবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ১৩ হাজার ৮০ পদ খালি। তার মধ্যে ১০ শতাংশ পার্শ্ব শিক্ষকদের জন্য সংক্ষরিত। বাকি শূন্য পদে নিয়োগের জন্য ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করা হবে। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় যথাক্রমে ১০৩৪ এবং ১০৯৯টি পদ শূন্য। এই দুই ধরনের পদে নিয়োগের সুপারিশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *