আসছে ভোট, থমকে যাবে নিয়োগ? গণতন্ত্রের উৎসবে সিঁদুরে মেঘ চাকরি-প্রার্থী মহলে

আজ বিকেল: শিয়রে নির্বাচন৷ তুঙ্গে ভোটের প্রস্তুতি৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি অথবা মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন৷ গত তিনটি লোকসভা ভোটের ক্ষেত্রে মোটামুটি ভাবে মার্চ মাসের ৫ তারিখের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়েছিল৷ মনে করা হচ্ছে এবার একটু আগেই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ৷ ভোটের দিনক্ষণ

8889d14736f99d56923ba682386b9b0d

আসছে ভোট, থমকে যাবে নিয়োগ? গণতন্ত্রের উৎসবে সিঁদুরে মেঘ চাকরি-প্রার্থী মহলে

আজ বিকেল: শিয়রে নির্বাচন৷ তুঙ্গে ভোটের প্রস্তুতি৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি অথবা মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন৷ গত তিনটি লোকসভা ভোটের ক্ষেত্রে মোটামুটি ভাবে মার্চ মাসের ৫ তারিখের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়েছিল৷ মনে করা হচ্ছে এবার একটু আগেই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ৷ ভোটের দিনক্ষণ ঘোষণার জল্পনা প্রকাশ্যে আসতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ ভোটের দিন ঘোষণা হয়ে গেলে নিয়োগ আদৌ সম্ভব? ভোটের পর নিয়োগে আদৌ গতি ফিরবে? চিন্তায় ঘুম উড়েছে লক্ষ চাকরিপ্রার্থীর৷

ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ ও আপার চাকরি-প্রার্থীদের মধ্যে৷ কেননা, নবম-দশমে তৃতীয় কাউন্সেলিং এখনও বাকি৷ একাদশ-দ্বাদশের তৃতীয় কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ উচ্চ প্রাথমিকে দ্বিতীয় দফায় তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হতে চললেও নিয়োগপত্র কবে হাতে আসবে, তা নিয়েও ধোঁয়াশার মধ্যে রয়েছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷

চাকরি-প্রার্থীদের আশঙ্কা, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে কমিশন যদি নিয়োগ প্রক্রিয়া থামিয়ে দেয়, তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবেন চাকরিপ্রার্থীরা৷ কেনান, দীর্ঘ দিন থমকে থাকার পর নিয়োগ প্রক্রিয়ায় গতি এনেছে সরকার৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলে নিয়োগ প্রক্রিয়ার গতি একরমক থাকবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ বিধি অনুযায়ী, নির্ঘণ্ট প্রকাশের পর কমিশন যদি কাজ থামিয়ে দেয়, তাহলে ভোটের পর ফের সেই গতি ফিরবে কি না তা নিয়েও চাকরি-প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে৷

কেননা, দিনে দিনে বেকারত্বের যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে চাকরিপ্রার্থীদের৷ তার উপর পেরিয়ে যাচ্ছে মূল্যবান সময়৷ একদিকে বেকারত্বের যন্ত্রণা, অন্যদিকে সারাবছর কঠোর পরিশ্রমের পর চাকরির পরীক্ষায় সফল হয়েও মিলছে না নিয়োগপত্র৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চাকরি-প্রার্থীদের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *