ফের বেকারত্ব বৃদ্ধি বাংলায়! রাজ্যকে টেক্কা দিল যোগীর প্রদেশ

ফের বেকারত্ব বৃদ্ধি বাংলায়! রাজ্যকে টেক্কা দিল যোগীর প্রদেশ

কলকাতা: দীর্ঘ লকডাউনের জেরে আগেই মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনৈতিক৷ মন্দা অর্থনীতিকে চাঙ্গা করতে আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ জীবনের ঝঁকি নিয়ে জীবিকা বাঁচানোর লড়াই চলছে৷ জনজীবন স্বাভাবিক হওয়ার চেষ্টা হলেও অর্থনীতিতে যে বিপুল ক্ষতি হয়ে গিয়েছে, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল মূল্যায়ন সংস্থার সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (CMIE) গত জুলাই মাসে রিপোর্টে৷ গত মে মাসে বেকারত্বের সর্বকালীন রেকর্ড ধরা দিলেও দেশ ও বাংলার বেহাল বেকারত্বের পরিসংখ্যান কিছুটা নিয়ন্ত্রণে এসেছে৷ মে মাসের তুলনায় বাংলার বেকারত্বের ঊর্ধ্বগতি সূচক কিছুটা কমানো গেলেও জুনের তুলনায় জুলাইয়ে তা ফের খানিকটা বেড়েছে৷

মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (CMIE) পরিসংখ্যান বলছে, মে মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ১৭.৪ শতাংশ৷ দেশে ২৩.৫ শতাংশ৷ গত মার্চ মাসে গোটা দেশে বেকারত্বের হার ছিল ৮.৭৫ শতাংশের কাছাকাছি৷ এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২৩.৫২ শতাংশে৷ মে মাসে তা লাফিয়ে বাড়ে ২৩.৪৮ শতাংশ৷ পরিসংখ্যান বলছে, এপ্রিল-মে মাসে দেশে ঠিক যে হারে বেকারি বেড়েছে, ঠিক একই ভাবে বাংলায় লাফিয়ে বেড়েছে বেকারত্বের সংখ্যা৷ তবে, স্বস্তির খবর, এপ্রিল-মে মাসের কারত্বের ঊর্ধ্বগতি সূচক বেশখানিকটা কমেছে জুন ও জুলাই মাসে৷

সিএমআইইয়ের রিপোর্ট বলছে, গত ডিসেম্বর মাসে বাংলায় বেকারত্বের হার ছিল ৬.২ শতাংশ৷ জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় ৬.৯ শতাংশে৷ ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় মাত্র ৪.৯ শতাংশে৷ মার্চে বেকারি বেড়ে দাঁড়ায় ৬.৯ শতাংশ৷ বেকারত্বের সূচক বাড়তে থাকে মার্চ থেকেই৷ এপ্রিল ও মে মাসে একলাফে বাংলায় বেকারত্বের হার দাঁড়ায় ১৭.৪ শতাংশ৷ ২০১৬ সাল থেকে যা সর্বোচ্চ৷ শেষ দু’মাসে বাংলার বেকাত্বের হার কিছুটা কমেছে৷ গত জুনে বাংলার বেকারত্ব দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ৷ জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৮ শতাংশ৷ গোটা দেশে জুলাইয়ের বেকারত্বের হার ৭.৪ শতাংশ৷

বাংলার পাশাপাশি বেকারত্বের হিসাবে রেকর্ড গড়েছে আরও বেশ কিছু রাজ্য৷ বেকারত্বের হার হরিয়ানা (২৪.৫%), পুদুচেরি (২১.১%), দিল্লি (২০.৩%), হিমাচল প্রদেশ (১৮.৬%), গোয়া (১৭.১%), ত্রিপুরা  (১৬.৪%), রাজস্থান (১৫.২%) সব থেকে বেশি৷ পশ্চিবঙ্গে সার্বিক বেকারত্বের হার ৬.৮ শতাংশ হলেও উত্তর প্রদেশ রয়েছে ৫.৫ শতাংশে৷

গত ৪ জুলাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দেশের পাশাপাশি উত্তরপ্রদেশের বেকারত্বের পরিসংখ্যানের সঙ্গে বাংলার তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ সিএমআইই-র রিপোর্ট তুলে ধরে তিনি জানান, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে বেকারত্বের হার ৯.৬ শতাংশ৷ হরিয়ানার অবস্থা আরও ভয়ঙ্কর৷ জুন মাসে মনোহর লাল খট্টরের রাজ্যে বেকারত্বের হার ৩৩.৬ শতাংশ৷ কিন্তু, সেই জুলাইয়ের উত্তরপ্রদেশের বেকারত্ব এবার বাংলাকে টপকে গেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =