১৬ হাজার শিক্ষক নিয়োগ-সহ TET পরীক্ষার ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৬ হাজার শিক্ষক নিয়োগ-সহ TET পরীক্ষার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে মিলল সুখবর৷ টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, অবিলম্বে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে৷ 

আরও পড়ুন- মন্দার বাজারে GPF-এ ‘কোপ’! ৯ মাস অপরিবর্তিত সুদের হার

দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ টেট পাশ করার পরেও বছরের পর বছর চাকরি না পেয়ে আন্দোলনের পথে হেঁটেছেন প্রার্থীরা৷ দফতরে দফতরে ঘুরেও সুরাহা পাননি৷ অবশেষে মিলল স্বস্তির খবর৷ এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রায় ২০ হাজার প্রার্থী টেট পরীক্ষায় পাশ করেছেন৷ ১৬ হাজার ৫০০ টি শূন্যপদ রয়েছে৷ ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে৷ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও ঘোষণা করেন তিনি৷ নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে ডিসেম্বর থেকেই৷ বাকি টেট উত্তীর্ণ প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে৷ এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না৷ তা সত্বেও বহু প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করছেন৷ যে ২ লক্ষ ৫০ হাজার প্রার্থী তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁদের দিকটিও বিবেচনা করা হবে৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে৷ 

আরও পড়ুন-বছর শেষে চাকরির সুযোগ! বিজ্ঞপ্তি জারি করল ব্যাঙ্ক অফ বরোদা

কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বেশ কিছু প্রশ্ন তুলেছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ তাঁদের কথায়, উচ্চ প্রাথমিকে দুর্নীতির অভিযোগ তুলে মামলা ঝুলছে হাইকোর্টে৷ ২০১৭ সালে টেট পরীক্ষার আবেদন নেওয়া হলেও শূন্যপদ, পরীক্ষার দিনক্ষণ এখনও জানানো হয়নি৷ এই পরিস্থিতি ভোটের কথা মাথায় রেখেই কি এই নিয়োগ?    উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলার পাশাপাশি টেট পরীক্ষা নিয়েও মামলা চলছে৷ শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রায় হাজার দু’য়েক মামলা রয়েছে হাইকোর্টে৷ মামলার জট না কাটলে আদৌ নিয়োগ হবে তো? প্রশ্ন তুলেছেন তাঁরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =