ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি

চণ্ডীগড়: ক্লার্ক নিয়োগের জন্য পঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট sssb.punjab.gov.in এ গিয়ে দেখতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ নভেম্বর, ২০২১৷ যদিও ক্লার্ক-আইটি ও ক্লার্ক-অ্যাকাউন্টস পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন  ১৫ নভেম্বর, ২০২১। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। 
 

শূন্যপদের সংখ্যা 
২৭৮৯টি শূন্যপদ রয়েছে৷

 

শূন্যপদের বিবরণ
ক্লার্ক: ২৩৭৪টি পদ
ক্লার্ক-আইটি: ২১২টি পদ
ক্লার্ক-অ্যাকাউন্টস: ২০৩টি পদ

 

আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ ট্যাবে ক্লিক করতে হবে। এর পর নিজেদের নাম রেজিস্টার করে আবেদনপত্রটি পূরণ করে আবেদন ফি সহ জমা দিতে হবে। নিজেদের সুবিধার্থে ফর্মের এক কপির প্রিন্ট আউট রেখে দেওয়া ভালো৷

 

আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে৷ তফসিলি জাতি, ওবিসি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। প্রাক্তন চাকরিজীবী ও শারীরিক প্রতিবন্ধীদের ২০০ টাকা এবং ৫০০ টাকা করে আবেদন ফি দিতে হবে৷ 
উল্লিখিত পদে সরাসরি আবেদন করতে চাইলে https://nltchd.info/sssbpb-clerks-preexam/ এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =