সুখবর! ৪ হাজার শূন্যপদে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ

সুখবর! ৪ হাজার শূন্যপদে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ

36eabff584ef8203ee18c71e74712294

নয়াদিল্লি: অষ্টম পাশ ও মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ত্রিপুরা সরকারের বিভিন্ন অফিসে মাল্টি টাস্কিং, গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে লোক নেওয়া হচ্ছে। অষ্টম পাশ ছেলেমেয়েরা মাল্টি টাস্কিং ও গ্রুপ ডি পদের জন্য এবং মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারেন। দুই ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স হতে হবে ৩১-১২-২০২০ অনুযায়ী ১৮ থেকে ৪১ বছরের মধ্যে।

মাল্টি টাস্কিং ও গ্রুপ ডি পদে শূন্য স্থানের জায়গা ২৫০০। অষ্টম পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি ও জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটি বিষয়ে ৮৫ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ফাঁকা পদের ৩ গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। সেখানে থাকবে ১৫ নম্বর। ২৮ ডিসেম্বর থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। 

অন্যদিকে, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শূন্য স্থানের সংখ্যা ১৫০০। মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পেপারে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ৭০ নম্বরের ইংরেজি বিষয়ে এবং ৩০ নম্বরের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে থাকবে ৩০ নম্বর। ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। দুই ক্ষেত্রেই আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: employment.tripura.gov.in। বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *