এবার জঙ্গের হাতি তাড়াবেন সিভিক ভলেন্টিয়াররা

কলকাতা: ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাতিও তাড়াবেন সিভিক ভলেন্টিয়ার৷ বুনো হাতি তাড়াতে বনকর্মীদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার কাজে লাগানোর সিদ্ধান্ত রাজ্য বন দপ্তরের৷ সপ্তাহের শুরুতে মাদারিহাট প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে তিনটি ব্লকে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ পরবর্তীতে বনকর্মীদের সঙ্গে হাতি, চিতাবাঘ-সহ অন্য প্রাণিদের তাড়ানোর কাজ তাঁদের ব্যবহার করা হবে৷ ফালাকাটা থেকে পাঁচজন সিভিক ভলেন্টিয়ার,

imagesmissing

কলকাতা: ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাতিও তাড়াবেন সিভিক ভলেন্টিয়ার৷ বুনো হাতি তাড়াতে বনকর্মীদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার কাজে লাগানোর সিদ্ধান্ত রাজ্য বন দপ্তরের৷

সপ্তাহের শুরুতে মাদারিহাট প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে তিনটি ব্লকে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ পরবর্তীতে বনকর্মীদের সঙ্গে হাতি, চিতাবাঘ-সহ অন্য প্রাণিদের তাড়ানোর কাজ তাঁদের ব্যবহার করা হবে৷ ফালাকাটা থেকে পাঁচজন সিভিক ভলেন্টিয়ার, বীরপাড়া থেকে দশ জন সিভিক ভলেন্টিয়ার, কালচিনি থেকে ১৭ জন, মাদারিহাট থেকে ১৫ জন সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে খবর৷

জলদাপাড়া জাতীয় উদ্যানের সরকারি বন্যপ্রাণী সহায়ক মনীশকুমার যাদব জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার গ্রামাঞ্চলের বন্যপ্রাণী ঢোকার খবর দেওয়ার পাশাপাশি তাদের জঙ্গলে ফেরত পাঠানোর কাজ করবেন৷ আলিপুরদুয়ার জেলার এক হাজারের ওপর সিভিক ভলেন্টিয়ার রয়েছেন৷ ট্রাফিক নিয়ন্ত্রণসহ নানা কাজে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে৷ যেখানে সিভিক ভলেন্টিয়ারদের আইন-শৃঙ্খলা রক্ষা করার কাজ, সেখানে হাতি তাড়ানোর কাজে সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা হলে সমস্যা তৈরি হবে নাতো? এই ব্যাপারে আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, আমরা সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি বনদপ্তর দিচ্ছি না৷ যখন প্রয়োজন পড়বে তখন বনদপ্তর ডেকে নেবে৷ কাজ শেষ হলে আবার ফিরে আসবে থানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *