কলকাতা: বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় উত্তর হলে পরীক্ষার্থীদের কাছে পাঠানোর মূল পাণ্ডা বিপিন বিশ্বাসকে গ্রেপ্তার করল সিআইডি। মঙ্গলবার রাতে তাকে নদীয়া থেকে ধরা হয়। অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মরত। বিপিনকে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু কাগজপত্র।
সিআইডির নজরে আসে, কনস্টেবলের চাকরির পরীক্ষা চলাকালীন মোবাইল ব্লু টুথের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে উত্তর চলে যাচ্ছে। হলে বসেই তারা বাইরের সঙ্গে যোগাযোগ রাখছেন। কোন প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া হবে, তাও সরাসরি বলে দেওয়া হচ্ছে। বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্লু টুথ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। গ্রেপ্তারও করা হয় বেশ কয়েকজনকে।