বেতন বৃদ্ধির ঘোষণা করেও ‘খুশি’ করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী! উষ্মা মমতার

কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণার করেও ‘খুশি’ করতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নেতাজি ইনডোর স্টেডিমায়ে দাঁড়িয়ে ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা, আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে ইউজিসির সংশোধিত হারে বেতন

বেতন বৃদ্ধির ঘোষণা করেও ‘খুশি’ করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী! উষ্মা মমতার

কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণার করেও ‘খুশি’ করতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নেতাজি ইনডোর স্টেডিমায়ে দাঁড়িয়ে ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা, আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে ইউজিসির সংশোধিত হারে বেতন পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা৷ একইসঙ্গে কলেজের গেস্ট ও পার্টটাইম শিক্ষকদের ৫ লক্ষ টাকা এককালীন ভাতা দেওয়ার ঘোষণা করেছেন৷ সঙ্গে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এতে ১ হাজার কোটি টাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য খরচ করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা, ২০১৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হবে তিন শতাংশ ইনক্রিমেন্ট৷ গেস্ট লেকচারার ও পার্টটাইম শিক্ষকদের জন্য রাজ্য সরকারের ৫০০০ টাকা করে বেতন বাড়াবে৷ আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে নয়া এই বেতন হার৷

মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘কি আপনারা খুশি হননি? আপনাদের দাবি তো রাজ্য সরকার সবকটাই মেনে নিল৷ দেখুন যতটা পারলাম আমরা করলাম৷ সবকিছু একসঙ্গে হয় না৷ সময় লাগে৷ আবার আমরা ২০২১ সালে আপনাদের সঙ্গে বসব৷ এখন যতটা পেরেছি করেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =