তৃণমূল করলেই চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও

কলকাতা: ইন্টার্ন শিক্ষাক নিয়োগের ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার, রাস্তার বখাটে ছেলেদের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ তবে, শর্ত একটাই, মন দিয়ে দল করতে হবে৷ লোকাল নেতাদের পাঠানো বায়োডাটা থেকে গরিব, বখাটে, আড্ডা মারা ছেলেমেয়েদর চাকরি দেওয়া হবে বলে কাঁচরাপাড়ায় সভায় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ এদিন তিনি বলেন, ‘‘গরিব ছেলে মেয়ে, পয়সা নেই, পড়তে পারেন

তৃণমূল করলেই চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও

কলকাতা: ইন্টার্ন শিক্ষাক নিয়োগের ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার, রাস্তার বখাটে ছেলেদের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ তবে, শর্ত একটাই, মন দিয়ে দল করতে হবে৷ লোকাল নেতাদের পাঠানো বায়োডাটা থেকে গরিব, বখাটে, আড্ডা মারা ছেলেমেয়েদর চাকরি দেওয়া হবে বলে কাঁচরাপাড়ায় সভায় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

এদিন তিনি বলেন, ‘‘গরিব ছেলে মেয়ে, পয়সা নেই, পড়তে পারেন না, চাকরি নেই৷ বাড়ি কীভাবে চলবে ভাবেন, আমি তোমাদের সবাইকে বলব, যারা গরিব ছেলে মেয়ে আছেন না, তাঁদের দিয়ে দলের কাজ করাও৷ আর যাঁদের খুব প্রয়োজন, তাঁদেক বায়োডাটা আমাকে দেবে, আমি কোথায় না কোথায় তাঁদের ঢুকিয়ে দেব৷’’

রবীঠাকুরের কবিতা তুলে ধরার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চাই, আমার বখাটে ছেলে মেয়েরা চলে আসুক৷ রাস্তায় যারা আড্ডা মারে, তারা চলে আসুক৷ ছাত্র-যৌবন, এখানে ঘুরে বেড়াতে হবে না৷ পাঁচ হাজার টাকা ভিক্ষা দেওয়ার দরকার নেই৷ আপনার জীবন স্থায়ী করার জন্য, আমি দলের হয়ে ভাল করে কাজ করুন৷ আর লোকাল নেতাদের বলব, এই ডেটাটা আমাকে তৈরি করে দেবেন, যখন যেখানে লোক নেওয়া হয়… আমরা তো কত লোক নিই৷ সব সময় নিই৷ তখন যে কোনও জায়গা থেকে ঢুকে যাবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *