হাওড়া: আড়ুপাড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মধ্যে এটি প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে৷ ইতিমধ্যেই এখানে জমি চিহ্নিত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরই এই প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। এদিন হাওড়া থেকে বাংলার কর্মসংস্থান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী৷
এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘দেশে যখন দু’কোটি মানুষ কাজ হারিয়েছে, ঠিক তখন বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে দিয়েছি৷ বাংলার এই কর্মসংস্থানের হিসাব পার্লামেন্টে রেকর্ড করা আছে৷ আমরা কর্মংস্থান বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে৷’’ বলেন, ‘‘বাংলার কর্মসংস্থান বাড়াতে বেকার যুবকদের ১ লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে৷ যাতে তাঁরা ব্যবসা করতে পারেন৷’’ জানান, MSME-র মাধমে বছরে এককালীন ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথাও জানান৷ এই অনুদান পেয়ে বাংলার কর্মপ্রার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷ যুবশ্রী অর্পণ প্রকল্প চালু করে ৫০ হাজার বেকারদের ১ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি৷
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাজেট পেশ করে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী৷ বেকার যুবকদের রাজ্যের তরফে ১ লক্ষ টাকা দেওয়া হবে বলে বাজেট পেশ করে জানান অর্থমন্ত্রী অমিত মিত্র৷ বলেন, ‘‘আমরা বাংলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দেব৷’’ প্রতি বছর ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে স্বনিযুক্তি প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে বাজেট প্রস্তাব দেন তিনি৷
এদিন স্বাস্থ ভবনের ঠিকানা বদল নিয়েও মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নবান্নের পাশে তিন একর জমিতে আমরা স্বাস্থ ভবন নিয়ে আসতে চলেছি৷ প্রশাসনকে জানিয়েছি৷ কারণ, নবান্নের পাশে স্বাস্থ ভবন থাকলে কাজে সুবিধা হবে৷’’
একই সঙ্গে এখান থেকেই লোকসভা ভোটের জন্য জেলার দলীয় নেতৃত্বকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলান্যাস অনুষ্ঠান থেকেই গত এক বছরে জেলার চলতি প্রকল্পগুলির অবস্থা কী আছে, তা নিয়েও মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন৷ গত সাত বছরে রাজ্য সরকার কী কী কাজ করেছে, তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বুধবার বেলা ১টা নাগাদ আড়ুপাড়ায় হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷