স্কুল শিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিলেন সুখবর

স্কুল শিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিলেন সুখবর

79c84b573baea68af4baf28e2ac17350

কলকাতা: সরস্বতী পুজোর ছুটি ও বদলি সংক্রান্ত বড়সড় খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের টুইটারে স্কুল শিক্ষকদের জন্য সুখবর দিয়ে সরস্বতী পুজার ছুটির ঘোষণা কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে স্কুল শিক্ষকদের জেলার মধ্যে বদলির সুবিধা দেওয়ার জন্য বড়সড় সুখবর দিয়েছেন তিনি৷

এদিন টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমরা আমাদের শিক্ষক ও আমাদের ছাত্রদের জন্য গর্বিত৷ শিক্ষকরা হলেন প্রধান অভিভাবক৷ আমাদের আগামীকালকে সত্যিকারের নেতা হওয়ার জন্য আমাদের ছাত্রদের লালন-পালনের মাধ্যমে সমাজ এবং জাতি গঠনে তাঁদের বিশাল অবদান রয়েছে৷’’

দ্বিতীয় টুইটে শিক্ষক বদলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘সরস্বতী পুজার প্রাক্কালে, আমাদের সকল শিক্ষদের প্রতি কৃতজ্ঞতা৷ আমরা শিক্ষকদের নিজের জেলায় পোস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি৷’’ মুখ্যমন্ত্রী তাঁর তৃতীয় টুইটে লেখেন, ‘‘এই ঐতিহাসিক সিদ্ধান্তটি তাঁদের নিজের পরিবারের প্রতি যত্নবান হতে পারবেন৷ সমাজ গঠনের কাজে অবদান রাখার জন্য বেশি সময় দিতে পারবেন৷ শান্ত ও মনোযোগ নিয়ে কাজ করতে সহায়তা করবে এই সিদ্ধান্ত৷ সকলকে আমার শুভেচ্ছা!’’

সরস্বতী পুজোয় এবার টানা ৫ দিনের ছুটির আমেজ পেতে চলেছেন রাজ্যের কর্মচারীদের বড় অংশ৷  এবার সরস্বতী পুজোয় অতিরিক্ত ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার৷ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সরস্বতী পুজোয় আগাম দু’দিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য৷ এবার তার সঙ্গে যুক্ত হল আরও একটি অতিরিক্ত ছুটি৷ ২৯ জানুয়ারি বুধবার অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে৷ ফলে, বুধবার থেকে টানা রবিবার পর্যন্ত ৫ দিন  ছুটি উপভোগ করতে পারবেন রাজ্যের সরকারি কর্মীদের বড় অংশ৷ কিন্তু, ২৯ জানুয়ারি বুধবার অতিরিক্ত ছুটি কেন?  

জানা গিয়েছে, পঞ্জিকা (গুপ্ত প্রেস) মতে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে ২৯ জানুয়ারি অর্থাৎ বুধবার সকাল থেকেই, তিথি শেষ হচ্ছে ৩০  জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ১০টা ৪৬ মিনিটে (বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ১টা ২০মিনিট)। এদিকে নির্ঘণ্ট অনুযায়ী বুধবার দিন ছুটির উল্লেখ না থাকায় স্কুল ও দপ্তরে পুজো করা নিয়ে সমস্যা তৈরি হয়৷ নির্ঘণ্ট মেনে ২৯ জানুয়ারি পুজোর আয়োজন করাও উদ্যোগ নেওয়া হয়৷ পরে এই জটিলতা সমাধান করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *