২২ দিনের অতিরিক্ত বেতন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ফের কল্পতরু মমতা৷ এবার অতিরিক্ত ২২ দিনের বেতন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী৷ লোকসভা ভোটের পর আজ প্রথম বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পুলিশ কর্মীরা সপ্তাহে এক দিন ছুটি পায়৷ বছরে ৫২ দিন অতিরিক্ত কাজ করেন পুলিশ কর্মীরা৷ বছর পুলিশ কর্মীদের ১৩ মাসের বেতন দেওয়া হয়৷ কিন্তু,

২২ দিনের অতিরিক্ত বেতন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ফের কল্পতরু মমতা৷ এবার অতিরিক্ত ২২ দিনের বেতন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী৷ লোকসভা ভোটের পর আজ প্রথম বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পুলিশ কর্মীরা সপ্তাহে এক দিন ছুটি পায়৷ বছরে ৫২ দিন অতিরিক্ত কাজ করেন পুলিশ কর্মীরা৷ বছর পুলিশ কর্মীদের ১৩ মাসের বেতন দেওয়া হয়৷ কিন্তু, এবছর থেকে আরও ২২ দিনের অতিরিক্ত বেতন দেওয়া হবে৷  ফলে, বছর শেষে ৪২ দিনের অতিরিক্ত বেতন পাবেন পুলিশ কর্মীরা৷ তবে, রাজপথে নামা প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে কিছুই জানা যায়নি৷ যদিও, শিক্ষামন্ত্রী আগেই বলেছিলেন, তিনি শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখবেন৷ এই বিষয়ে ইতিমধ্যেই ১৫ দিনের চূড়ান্ত সময়সীমা দিয়ে রেখেছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

বছরে ৫২ দিন বেশি কাজ করেও মাত্র ৩০ দিন বেতন মেলায় এই নিয়ে চূড়ান্ত ক্ষোভ ছিল নিচু তলার পুলিশ কর্মীদের মধ্যে৷ তার উপর কাজের চাপ দিনে দিনে বাড়তে থাকায় বিদ্রোহ বাড়ছিল৷ একই সঙ্গে নিচু তলার পুলিশ কর্মীদের উপর জনরোষ, বদলি নিয়েও বাড়ছিল ক্ষোভ৷ আর এই ক্ষোভের আঁচ পেয়ে এবার বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =