সস্তায় শিক্ষক ‘উৎপাদনে’র ব্যবস্থা! D.EL.ED, B.ED-এর প্রশিক্ষণ নিয়ে কী লাভ? উঠছে প্রশ্ন

কলকাতা: মুখ্যমন্ত্রীর নয়া পরিকল্পনায় সিঁদুরে মেধ দেখছেন রাজ্যের শিক্ষকতার প্রশিক্ষণ নেওয়া কয়েক লক্ষ চাকরি প্রার্থী৷ স্কুলে-স্কুলে ইন্টার্নশিপ চালুর পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ সোশ্যাল মিডিয়ায় চাকরি-প্রার্থীদের দাবি, ‘‘হাজার হাজার টাকা ও তিন বছরের প্রশিক্ষণ নিয়ে কী লাভ৷ স্কুলে যখন দু’আড়াই হাজারের শিক্ষক উৎপাদনের ব্যবস্থা হচ্ছে, তখন খামখা বিএড, ডিএড করে কী

fe8d658f0eb7c749a45e45501c322554

সস্তায় শিক্ষক ‘উৎপাদনে’র ব্যবস্থা! D.EL.ED, B.ED-এর প্রশিক্ষণ নিয়ে কী লাভ? উঠছে প্রশ্ন

কলকাতা: মুখ্যমন্ত্রীর নয়া পরিকল্পনায় সিঁদুরে মেধ দেখছেন রাজ্যের শিক্ষকতার প্রশিক্ষণ নেওয়া কয়েক লক্ষ চাকরি প্রার্থী৷ স্কুলে-স্কুলে ইন্টার্নশিপ চালুর পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ সোশ্যাল মিডিয়ায় চাকরি-প্রার্থীদের দাবি, ‘‘হাজার হাজার টাকা ও তিন বছরের প্রশিক্ষণ নিয়ে কী লাভ৷ স্কুলে যখন দু’আড়াই হাজারের শিক্ষক উৎপাদনের ব্যবস্থা হচ্ছে, তখন খামখা বিএড, ডিএড করে কী হবে৷’’

চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

চাকরি-প্রার্থীদের আশঙ্কা, নয়া এই ব্যবস্থা চালু হলে শিক্ষক নিয়োগের জটিলতা আরও বাড়বে৷ কারণ, দু’বছরের ইন্টার্নশিপ করা প্রার্থীরাও পরবর্তী সময়ে স্থায়ী চাকরি দাবি জানাবেন৷ তখন, প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়ারাও কোথায় যাবেন৷ তাঁদের আশঙ্কা, এমনিতেই রাজ্যের ছ’বছর বন্ধ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ সেই সময়ে দাঁড়িয়ে এই ইন্টার্নশিপ ব্যবস্থা স্কুলে শিক্ষকের অভাব মেটালেও বাড়াবে স্থায়ী চাকরির সমস্যা৷

সোমবার রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক অভাব মেটাতে নয়া পরিকল্পনার কথা জানান৷ এই নিয়ে মাঝেমধ্যেই খেদ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে সুন্দরবন, ডুয়ার্স, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সদ্য স্নাতক যুবক-যুবতীদের ইন্টার্ন হিসেবে নিয়োগের ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার।

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে এই ইন্টার্নদের নিয়োগ করা হবে। প্রাথমিকে ভাতা মিলবে দু’হাজার টাকা। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে মিলবে আড়াই হাজার টাকা। সাধারণ স্নাতকরা পড়াবেন প্রাথমিক স্কুলে। অনার্স অথবা মাস্টার্স থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলে ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে৷

স্নাতক হলেই প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপের সুযোগের কথাও জানান মুখ্যমন্ত্রী৷ প্রাথমিক বিভাগে পড়ালে মিলবে মাসে ২০০০ টাকা, মাধ্যমিক বিভাগে ২৫০০ টাকা৷ প্রতি দু’বছর অন্তর বিষয়টির পুনর্মূল্যায়ন হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ‘ইন্টার্নশিপ’ করার সুযোগ পাবে বলেও জানান তিনি৷

নবান্নের সভাঘর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ খুব ভাল বৈঠক হয়েছে৷ সবার সঙ্গে কথা বলতে পেরেছি৷একাধিক সমস্যার নিয়ে আলোচনা হয়৷’’ বলেন, ‘‘আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, যদি কলেজ পড়ুয়ারা প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপ করার সুযোগ পায়, তাহলে তাঁদের সুবিধাই হবে৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

আরও পড়ুন

বয়স ১৪, ঠোঁটস্থ ৩ হাজার GK, ছোট্ট ছেলেকে আস্ত খবরের কাগজ বানিয়ে ফেললেন এই…

২০১৯-এ চাকরির বাজারে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এই সেক্টরে

প্লাস্টিকের বোতল থেকে গরম জামা, রূপকার ১৬ বছরের ছাত্রী, কীভাবে?

বেকারত্বের অভিশাপ কাটাতে মুখ্যমন্ত্রীকে নয়া বার্তা হবু শিক্ষকদের

কঠিন জল-পথ ছাড়িয়ে স্কুল, পাশে বন্ধু আইএএস অফিসার

শিক্ষায় কেন এত জটিলতা? নবান্নে ‘নয়া’ হাতিয়ার আধিকারিকদের!

ভোটের লাইনে খুদেরা কেন? চুপ মন্ত্রিসভার নির্বাচন চলছে

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *