SSC-র চেয়েরাম্যান পদে রদবদল, শিক্ষক নিয়োগ জট আদৌ কাটবে?

কলকাতা: SSC-র চেয়ারম্যান পদে ফের রদবদল ঘটাল রাজ্য শিক্ষা দপ্তর৷ সমস্ত জল্পানার অবশান ঘটিয়ে অবশেষে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হাওড়ার আমতা ২ নং ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার৷ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও৷ গত বছরের ১৭ ডিসেম্বর স্কুলশিক্ষা দপ্তরের এক যুগ্মসচিব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান বেহালা কলেজের

SSC-র চেয়েরাম্যান পদে রদবদল, শিক্ষক নিয়োগ জট আদৌ কাটবে?

কলকাতা: SSC-র চেয়ারম্যান পদে ফের রদবদল ঘটাল রাজ্য শিক্ষা দপ্তর৷ সমস্ত জল্পানার অবশান ঘটিয়ে অবশেষে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হাওড়ার আমতা ২ নং ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার৷ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও৷

গত বছরের ১৭ ডিসেম্বর স্কুলশিক্ষা দপ্তরের এক যুগ্মসচিব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান বেহালা কলেজের অধ্যক্ষা শর্মিলা মিত্রকে সরানো হল৷ তাঁর পরিবর্তে ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যই চেয়ারম্যান হচ্ছেন৷ যা দেখে বিস্ময় প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায়৷ সংবাদমাধ্যমে জানান, ভুলবশত এই নির্দেশিকা বেরিয়েছে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বুধবার সৌমিত্র বলেন, ‘আমি সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক, এ দিনই দায়িত্বভার গ্রহণ করেছি৷’ সাড়ে পাঁচ মাস এসএসসি চেয়ারম্যান ছিলেন শর্মিলা৷ দীর্ঘদিন ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ার জট কাটাতে উদ্যোগী হন তিনি৷ একের পর এক স্তরে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ ও কাউন্সেলিং শুরু করেন৷ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের সুপারিশ পত্রও ইস্যু করেছিলেন৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =