শিক্ষক নিয়োগে আমূল বদল, পড়ুন নয়া নিয়মাবলী

শিক্ষক নিয়োগে আমূল বদল, পড়ুন নয়া নিয়মাবলী

আজ বিকেল: শিক্ষক নিয়োগে বিধি বদল হতে পারে, এমনই ইঙ্গিত দিয়ে আগেই একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বিকেল ডটকম৷ এবার সেই ইঙ্গিতকে বাস্তব করে শিক্ষক নিয়োগে আমূল বদল আনল স্কুল সার্ভিস কমিশন৷ গেজেট নোটিফিকেশন জারি করে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় গুচ্ছ বদল আনা হয়েছে৷ এবার দেখুন পূর্ণাঙ্গ গেজেট নোটিফিকেশনের বাংলা অনুবাদ৷

১. নিয়মাবলী- ক) এই নয়া নিয়মাবলী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ( জুনিয়র হাইসেকেন্ডারি এবং হায়য়ার সেকেন্ডারি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ) রুলস, ২০১৯ নামে পরিচিত হবে৷

খ) সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে নয়া নিয়মাবলী কার্যকর হবে৷

২. ক)  ‘অ্যাক্ট’ অর্থে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট, ১৯৯৭ বোঝানো হয়েছে৷

খ) ‘নিয়োগকর্তা’ – ডেপুটি সেক্রেটারির পদের নীচে কোনও অফিসারের নিয়োগ অধিকার থাকবে না৷

গ) ‘বোর্ড’ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট, ১৯৬৩-এর অধীনে ওয়েস্ট বেঙ্গলববোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷

ঘ) ‘বিভাগ ’ – আপার প্রাইমারি থেকে হায়য়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত বিষয়/ গ্রুপ, বেতনক্রম, লিঙ্গ, সংরক্ষণ অনুযায়ী ভাগ করা হয়েছে৷

গ) ‘সংশ্লিষ্ট বিষয়’ –এর নিরিখে ফাঁকা পদে প্রার্থী নিয়োগ করা হবে৷

ঘ. ‘ডিগ্রি’ অফবা ‘ডিপ্লোমা’ বোঝাতে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইন্সটিটিউশন থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত পেশাগত যোগ্যতা বলা হয়েছে৷

ঘ) চূড়ান্ত শূন্যপদের তালিকা – রাজ্য সরকারের অনুমোদনক্রমে সহকারী শিক্ষক পদে শূন্যপদ ঘোষণা করেব বোর্ড৷

ঙ) ‘NCTE’ হল – ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট, ১৯৬৩ র অধীনে গঠিত সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =