এবার সরকারি কর্মচারীদের স্বেচ্ছাবসরে বাধ্য করাবে সরকার! কেন্দ্রের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ

এবার সরকারি কর্মচারীদের স্বেচ্ছাবসরে বাধ্য করাবে সরকার! কেন্দ্রের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ

নয়াদিল্লি: করোনা মহামারীর জেরে জেরবার গোটা দেশ৷ করোনা ঠেকাতে দীর্ঘ লকডাউনের গেরোয় থমকে দেশের অর্থনীতি৷ কাজ হারিয়ে ঘরে ফিরে গিয়েছেন কয়েকটি পরিযায়ী শ্রমিক৷ বেসরকারি সংস্থায় চলছে ছাঁটাই পর্ব৷ উপার্জন কমেছে মধ্যবিত্ত জনতার৷ করোনা পরিস্থিতি আর্থিক ভাবে সরকারি কর্মচারীদের খুব একটা প্রভাবিত করেনি৷ কিন্তু, এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নয়া সিদ্ধান্ত রাতের ঘটতে উড়িয়ে দিতে চলেছে কেন্দ্রীয় কর্মচারী মহলের একাংশের৷

 

না খাউঙ্গা, না খানে দুঙ্গা, এই স্লোগান নিয়ে সরকারে এসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী৷ সরকারি দফতরে দুর্নীতি আপস করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ এবার করোনা আবহে সেই দুর্নীতির প্রসঙ্গ তুলে কর্মচারীদের দিকে আঙ্গুল তুলতে শুরু করল কেন্দ্র৷ ৩০ বছরের বেশি কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিকে এবার নজর দিতে চলেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার৷ অযোগ্য কিংবা দুর্নীতির অভিযোগ থাকলে দ্রুত চিহ্নিত করে কড়া পদক্ষেপ নামিয়ে আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷

দুর্নীতি, অযোগ্য প্রমাণিত হলে কিংবা ৩০ বছর বেশি চাকরি করা সরকারি কর্মচারীদের অবিলম্বে চিহ্নিত করে তাঁদেরকে স্বেচ্ছায় অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে কেন্দ্রের তরফ জানানো হয়েছে৷ যদিও এর আগেও রেলের তরফে একই বিধি জারি করা হয়েছিল৷ কর্মচারীদের পারফরমেন্সের নিরিখে স্বেচ্ছা অবসরের দিকে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল৷ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক৷ তবে, কেন্দ্র যে এই পদক্ষেপ নেবে, তা আগেই লোকসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷

গত বছর নভেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরগ্রহণের বয়সসীমা অপরিবর্তিত রাখা হবে কি না, তা জানিয়েছিলেন কর্মী ও প্রশিক্ষণ দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং৷ জানিয়েছিলেন, সরকার সময়ের আগে কোনও কর্মীকে অবসরে পাঠাতে পারে৷ জনস্বার্থে কর্মক্ষেত্রে অসততা বা অকার্যকারিতার জন্য মৌলিক নিয়মের ৫৬(জে), ১৯৭২-র সেন্ট্রাল সিভিল সার্ভিসেসের (পেনশন) আইনের ৪৮ নম্বর ধারা, সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে ১৯৫৮-র (মৃত্যু সহ অবসরকালীন সুবিধা ) ১৬(৩)এর (সংশোধিত) ধারা অনুসারে যেকোনও কর্মীকে অবসর দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে সরকারের৷ কোনও কর্মচারী গ্রুপ যদি ৩৫ বছরের আগে চাকরিতে নিযুক্ত হয়ে থাকে অথবা চাকরিতে ৫০ বছর অতিক্রান্ত করে থাকে, তাদের জন্য এই আইন প্রযোজ্য হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী৷ এবার সেই ইঙ্গিতকে বাস্তবে কার্যকর করল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =