নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সুখবর৷ খুব শীঘ্রই হয়তো বাড়তে চলেছে তাঁদের বেতন৷ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ৷ সেই সঙ্গে হাউজ রেন্ট অ্যালাউয়েন্সও বাড়তে চলেছে বলে খবর৷ যার সুবিধা পাবেন কয়েক লক্ষ কর্মচারী৷
আরও পড়ুন- টেট পরীক্ষার উত্তরপত্র দেখাক প্রাথমিক শিক্ষা পর্ষদ, নির্দেশ হাই কোর্টের
২০২১ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশন হোল্ডারদের মহার্ঘ ভাতা এবং রিলিফ ১৭ শতাংশ থেকে বেড়ে ৩১ শতাংশ করা হয়৷ কিন্তু এখনও বকেয়া টাকা জমা পড়েনি৷ সূত্রের খবর, সরকারি কর্মীরা ২ লক্ষ টাকা পর্যন্ত বকেয়া টাকা পেতে পারেন৷
লেভেল-১ কর্মীদের বকেয়া ডিএ ১১,৮০০ টাকা থেকে বেড়ে ৩৭,৫৫৪ টাকা পর্যন্ত হতে পারে। সেখানে, লেভেল-১৩ (সপ্তম CPC বেসিক পে স্কেল ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০টাকা) বা লেভেল-১৪ (পে স্কেল), একজন কর্মচারীর হাতে বকেয়া ডিএ হবে ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা।
ডিএ-র পাশাপাশি কেন্দ্রীয় সরকারী কর্মচাকীদের হাউস রেন্ট অ্যালাউয়েন্স (HRA)-ও বাড়তে চলেছে৷ ২০২১ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এইচআরএ ২৭ শতাংশ, ১৮ শতাংশ, ৯ শতাংশ করে সরকার। শহরের পার্থক্য ভেদে এই এইচআরএর বৃদ্ধি নির্ভর করে। আর সেই নিরিখেই শতাংশের অঙ্কের বিভিন্ন ধাপ রয়েছে৷
এছাড়া ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমেও মূল বেতন ও ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার৷ ২০১৬ সালে সর্বশেষ ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়েছিল সরকার। তার পরে কর্মচারীদের ন্যূনতম বেতন টাকা ৬০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা করা হয়েছিল। সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ালে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মূল বেতন ২৬,০০০ টাকা হয়ে যাবে।