কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদে প্রচুর কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতন

কলকাতা: কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ৷ বিজ্ঞপ্তি দিল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। ভারত সরকারের কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের অনুমোদনে এই চাকরির বিজ্ঞপ্তি দেওয়া …

job

কলকাতা: কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ৷ বিজ্ঞপ্তি দিল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। ভারত সরকারের কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের অনুমোদনে এই চাকরির বিজ্ঞপ্তি দেওয়া  হয়েছে। জুনিয়র ট্রান্সলেটর (Junior Translator) পদে কর্মী নিয়োগ করা হবে৷ শূন্যপদ আনুমানিক ৩১২টি। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন৷

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি-সহ হিন্দিতে স্নাতকোত্তর অথবা হিন্দি-সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। অন্যান্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকলেও আবেদন করা যাবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে হিন্দি সহ ইংরেজি মিডিয়ামে অথবা ইংরেজি বিষয় সহ হিন্দি মিডিয়ামের ডিগ্রি থাকতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেশনের ডিপ্লোমা ডিগ্রী থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে৷ সেক্ষেত্রে ওই প্রার্থীকে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা রাখতে হবে।

 

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী এই পদের মাসিক বেতন হবে ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত।

বয়সসীমা- ১ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে তপশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি তালিকা ভুক্ত প্রার্থীদেরা ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷

 

স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in -এ গিয়ে আনলাইনে আবেদন করতে হবে৷  তবে তার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আবেদনের সময় সাম্প্রতিক রঙিন ছবি, সই ও অন্যান্য ডকুমেন্টগুলিও আপলোড করতে হবে। ফি পেমেন্টকরে ফর্ম সাবমিট করতে হবে৷