PSC-র আগামী পরীক্ষা থেকে কেন্দ্রীয় সরকারের কী কী পদে চাকরি? পড়ুন দরকারি তথ্য

PSC-র আগামী পরীক্ষা থেকে কেন্দ্রীয় সরকারের কী কী পদে চাকরি? পড়ুন দরকারি তথ্য

2778f3815fb4e2b7095a96ad00ad6d30

নয়াদিল্লি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছর কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয়৷ উচ্চমাধ্যমিক,গ্রাজুয়েট ও পোস্ট- গ্রাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারেন৷ ২০২২ সালের পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে এই সব পদে (১) ইঞ্জিনিয়ারিং সার্ভিস– ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন ৷ ওয়্যারলেশ, কমিউনিকেশন, ইলেক্টনিক্স,রেডিও ফিজিক্স বা রেডিও ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে এম.এস.সি. কোর্স পাশরাও আবেদন করতে পারেন৷

২০২২ সালের ইঞ্জিনিয়ারিং সার্ভিস (প্রিলি) পরীক্ষা হবে আগামী বছর ২০ ফ্রেব্রুয়ারি৷ বিজ্ঞপ্তি বেরোবে ২২সেপ্টেম্বর৷ দরখাস্ত জমা হবে ১২ অক্টোম্বর পর্যন্ত৷ (২) কম্বাইড জিও সায়েন্টিস্ট– কারা কোন পদের জন্য যোগ্য– সায়েন্টিস্ট-বি (জিওফিজিসিস্ট), গ্রুপ-এ ফিজিক্স, অ্যাপ্লয়েড ফিজিক্স,জিওফিজিক্স, অ্যাপ্লয়েড জিওফিজিক্স,মেরিন জিওফিজিক্স এম.এস.সি.কোর্স পাশরা যোগ্য৷ এক্সপ্লোরেশন জিওফিজিক্সের ইন্টিগ্রেটেড এম.এসসি বা অ্যাপ্লায়েড জিওফিজিক্সের এম.এসসি(টেক)কোর্স পাশরা ও আবেদন করতে পারেন৷ সায়েন্টিট-বি (কেমিক্যাল), গ্রুপ এ কেমিষ্ট্র, অ্যাপ্লায়েড কেমিষ্ট্রি,অ্যানালিটিক্যাল কেমিষ্টির এম.এসসি. কোর্স পাশরা আবেদন করতে পারেন৷ কেমিস্টি গ্রুপ এ –কেমিস্টি,অ্যাপ্লায়েড কেমিষ্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিষ্ট্রির এম.এসসি.কোর্স পাশরা যোগ্য৷ সায়েন্টিস্ট বি (হাইড্রোলজিস্ট), গ্রুপ এ –জিওলজি, অ্যাপ্লায়েড জিওলজি, হাইড্রোলজি বা মেরিন জিওলজির পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন ৷ওপরের সব ক্ষেএে এবছরের ফাইনাল পরীক্ষার্থীরা যোগ্য৷

চাকরি হবেসেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে ৷ ২০২২ সালের কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট (প্রিলি) পরীক্ষা হবে আগামী বছর ২০ ফ্রেবুয়ারী ৷ বিজ্ঞপ্তি বেরোবে ২২ সেপ্টেম্বর ৷ দরখাস্ত জমা নেওয়া হবে ১২ অক্টোম্বর পর্যন্ত ৷ (৩) ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি– উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা স্থলবাহিনীর,ফিজিক্স ও অঙ্ক অন্যতম  বিষয় হিসাবে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা বিমানবাহিনী বা নৌবাহিনীর জন্য আবেদন করতে পারেন ৷ আগামী বছরের উচ্চম্যধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য ৷ বয়স সাড়ে ১৬ থেকে ১৯ বছরের মধ্যে ৷এই পরীক্ষা হয় বছরে দু-বার এপ্রিল ও আগস্টে ৷ ২০২২সালের এন.ডি.এ. ও এন.এ.(!!) পরীক্ষা হবে ৪ সেপ্টেম্বর । বিজ্ঞপ্তি বেরোবে ১৮ মে । দরখাস্ত করার শেষ তারিখ আগামী বছর ১৪ জুন।

(৪) কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস– যেকোন শাখার গ্রাজুয়েট ছেলেরা লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি হলে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির জন্য আবেদন করতে পারেন ৷ বয়স ১৯ থেকে ২৪ এর মধ্যে ৷ মোট ১৮ মাসের ট্রেনিং হবে জেন্টেলম্যান ক্যাডেট- এ ৷ যে কোন শাখার ডিগ্রি কোর্স পাশ ছেলেরা অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ফর মেন) এ আবেদন করতে পারেন ৷ যেকোন শাখার ডিগ্রি কোর্স পাশ অবিবাহিত তরুণীরা অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ফর উইমেন) এ আবেদন যোগ্য ৷ বয়স- ১৯ থেকে ২৫ বছরের মধ্যে ৷ শরীরের মাপজোখ লম্বায় ১৫৭.৫ সেমি ৷ট্রেনিং হবে মাদ্রাজের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ৷ মোট ৯ মাসের ট্রেনিং হবে ‘জেন্টেলম্যান ক্যাডেট’-এ ৷ ফিজিক্স, ও অঙ্ক অন্যতম বিষয় হিসাবে  নিয়ে সায়েন্স শাখায় গ্রাজুয়েট তরুনরা  ন্যাভাল অ্যাকাডেমির জন্য আবেদন করার যোগ্য ৷ ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েটরাও আবেদন করার যোগ্য ৷ বয়স ১৯ থেকে ২২ এর মধ্যে ৷ শুরুতে ৫ মাসের ট্রেনিং হবে গোয়ার ন্যাভাল অ্যাকাডেমিতে , এক্সিকিউটিভ শাখার ক্যাডেট হিসাবে ৷ উচ্চমাধ্যমিকে ফিজিক্স বা, অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে পাশের পর যে কোন শাখার গ্রাজুয়েট ছেলেরা  এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য আবেদন করতে পারেন৷ ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েটরাও আবেদন যোগ্য ৷ বয়স ১৯ থেকে ২৩ এর মধ্যে ৷ শরীরের মাপ লম্বায় ১৬২.৫ পায়ের মাপ লম্বায় ৬৪-৮১.৫ সেমি থেকে ৯৬ সেমি ৷ কম্বাইন্ড ডিফেন্স পরীক্ষা হয় বছরে দুবার৷

২০২২ সালের কম্বাইল্ড ডিফেন্স সার্ভিস (১) পরীক্ষা হবে ১০ এপ্রিল ৷ বিজ্ঞপ্তি বেরোবে ২২ ডিসেম্বর৷ দরখাস্ত করার শেষ তারিখ আগামী বছর ১১ জানুয়ারী ৷ ২০২২ সালের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস (২) পরীক্ষা হবে ৪ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি বেরোবে ১৮ মে ৷ দরখাস্ত করার শেষ তারিখ আগামী বছর ১৪ জুন ৷ (৪) সিভিল সার্ভিস প্রিলিমিনারি– যে কোন শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা ২১ থেকে ৩০ বছর হলে যোগ্য ৷ ২০২২ সালের সিভিল সার্ভিস (২) পরীক্ষা হবে ৫ জুন ৷বিজ্ঞপ্তি বেরোবে ২ রা ফেব্রুয়ারী ৷ দরখাস্ত করার শেষ তারিখ আগামী বছর ২২ শে ফেব্রুয়ারী ৷ (৫) ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস –বটানি, কেমিস্ট্রি,জিওলজি,অঙ্ক, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি, ফরেস্ট্রি, অ্যাগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল,হাজবেন্ড্রি ও ভেটেনারি সায়েন্সের মধ্যে যে কোন একটি বিষয় নিয়ে গ্যাজুয়েট ছেলেমেয়েরা ২১ থেকে ৩০ বছরের মধ্যে হলে যোগ্য ৷ ২০২২ সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা হবে ৫ জুন ৷ বিজ্ঞপ্তি বেরোবে ২রা ফেব্রুয়ারী দরখাস্ত করার শেষ তারিখ  ২২ ফেব্রুয়ারি৷

(৬) ইন্ডিয়ান ইকনামিক/ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস– ইকনামিক্স, অ্যাপ্লায়েড ইকনমিক্স, বিজনেস ইকনমিক্স ও ইকনমেট্রিক্স এর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা ‘ইন্ডিয়ান ইকনমিক্স সার্ভিসেস এর পরীক্ষার জন্য আবেদন করতে পারেন ৷ স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল স্টাটিস্টিক্স বা অ্যাপ্লয়েড স্ট্যাটিস্টক্সের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস এর পরীক্ষার জন্য আবেদন করতে পারেন ৷ ঐ সব বিষয় নিয়ে এবছর যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারা ও যোগ্য ৷ দুই সার্ভিসেসের বেলায় বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৷ ২০২২ সালের ইন্ডিয়ান ইকনমিক সার্ভিস বা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষা ২৪ শে জুন ৷ বিজ্ঞপ্তি বেরোবে ৬ এপ্রিল ৷ দরখাস্ত করবেন শেষ তারিখ ২৬ এপ্রিল৷

(৭) সেন্টাল আর্মড পুলিশ ফোর্স (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট)- গ্রাজুয়েট ছেলেমেয়েরা ২০ থেকে ২৫ বছর বয়স থাকলে এই পরীক্ষা দিতে পারেন ৷ ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদন যোগ্য ৷ ২০২২ সালের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের পরীক্ষা হবে ৭ আগস্ট বিজ্ঞপ্তি বেরোবে ২০ এপ্রিল ৷ দরখাস্ত করার শেষ তারিখ ১০ মে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *