মুম্বই: করোনাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ভ্যাকসিন৷ কিন্তু সম্ভাব্য ভ্যাকসিনের চেয়েও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়টি আরও বেশি করে আশা জাগাচ্ছে৷ তবে এই পরিস্থিতিতে মহিলাদের কেরিয়ার উপর প্রভাব পড়েছে উঠে এসেছে ডিলয়েটের সমীক্ষায়৷
আরও পড়ুন- ২০০০ শূন্যপদে অফিসার নিয়োগ করছে SBI, শুরু আবেদন অনলাইন
সীমাক্ষ বলছে, ১০ জনের মধ্যে ৭ জন মহিলা বলেছেন তাঁদের কেরিয়ারের অগ্রগতি হ্রাস পেয়েছে৷ এই সমীক্ষায় অংশ নেওয়া ৮২ শতাংশ মহিলা জানিয়েছেন, প্যান্ডেমিকের জেরে তাঁদের জীবন নেতিবাচকভাবে ব্যহত হয়েছে৷ এর মধ্যে ৭০ শতাংশ মহিলাই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁদের কর্মজীবন নিয়ে৷ প্যান্ডেমিকের জেরে তাঁদের কর্মজীবনের অগ্রগতিতে প্রভাব পড়বে বলে তাঁরা আশঙ্কিত৷ ডিলয়েটের সমীক্ষা বলছে, ‘‘এই গবেষণার ফল বেশ উদ্বেগজনক৷ অধিকাংশ ওয়ার্কিং উইম্যানের কাছেই করোনা প্যান্ডেমিক তাঁদের কর্ম ও ব্যাক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট করেছে৷ তাঁদের শরীর এবং মনের উপর প্রভাব ফেলছে৷ কেউ কেউ আবার তাঁদের বর্তমান এবং ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে সন্দিগ্ধ৷’’
করোনা পরিস্থিত অনেকটাই বদলে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবন৷ শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম৷ এই অতিমারির মধ্যে অনেকেই দীর্ঘ সময় কাজ করেছেন বলে সমীক্ষায় জানা গিয়েছে৷ স্কুল কলেজ বন্ধ থাকায় পারিবারিক দায়িত্বও বেড়ে গিয়েছে৷ সন্তান ছাড়াও পারিবারের সদস্যদের দেখাশোনার ভারও কর্মরত মহিলাদের সামলাতে হয়েছে৷ তার উপর এসেছে ফুল টাইম কাজের চাপ৷ বিশেষজ্ঞরা বলছেন, বহু সংস্থাকেই কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জনের পথ ছাড়তে হবে৷ কারণ ২০২১ সালে বিশ্ব অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে৷
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের কথা ঘোষণা হলেও মিলছে না একাধিক প্রশ্নের উত্তর, ধন্দে প্রার্থীরা
৯টি দেশের মোট ৪০০ জন কর্মরত মহিলাকে নিয়ে এই সমীক্ষা চালিয়েছিল ডিলয়েট গ্লোবাল৷ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এই মহিলারা৷ তাঁদের কথায় এই প্যান্ডেমিক তাঁদের প্রতিদিনের কাজ, মানসিক ও শরীরিক স্বাস্থ্য এবং কেরিয়ারের উপর প্রভাব ফেলেছে৷ নষ্ট হয়েছে জীবনের ভারসাম্য৷