কলকাতা: হাইকোর্টের নির্দেশে বাতিল কলেজের চাকরির পরীক্ষা৷ নির্দেশিকা মেনে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ উচ্চ আদালতের৷ দৃষ্টিহীন প্রার্থী রঞ্জিতা ঘোষের মামলা সূত্রে ধরেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
আদালত সূত্রে খবর, চাকরির পরীক্ষায় দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করেছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক৷ অভিযোগ, বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন হাইস্কুল করণিক নিয়োগের পরীক্ষায় তা অনুসরণ করা হয়নি৷পরীক্ষা দিতে গিয়ে সমস্যায় পড়ে আদালতে যান দৃষ্টিহীন প্রার্থী রঞ্জিতা ঘোষ৷ দৃষ্টিহীন চাকরিপ্রার্থীর মামলা ভিত্তিতে গত বছরের ২ সেপ্টেম্বর নেওয়া পরীক্ষা বাতিল করা হয়৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা মামলার শুনানিতে জানান, যাঁরা ওই পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের নোটিস দিয়ে এবং সরকারি নির্দেশিকা মাফিক দৃষ্টিহীন প্রার্থীর জন্য ব্রেইল পদ্ধতিতে তৈরি প্রশ্নপত্র বানিয়ে নতুন করে পরীক্ষা নিতে হবে৷