পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসিং, চাকরি পেলেন বহু পড়ুয়া

বারাকপুর: রীতিমতো পড়ুয়াদের ডেকে সিভি জমা নিয়ে কলেজের মধ্যে ইন্টারভিউ নিয়ে চাকরির ব্যবস্থা করা হল। আচমকা শুনে মনে হবে, কোনও ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসিংয়ের কথা। কিন্তু, একেবারেই নয়। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নৈহাটি সান্ধ্য কলেজের উদ্যোগে এই ‘জব ফেয়ারের’ আয়োজন করা হয়। যেখানে ইন্টারভিউ দিয়ে ২৮ জন চাকরি পেয়েছেন। কলেজের অধ্যক্ষ দেবাশিস মৌলিক বলেন, ছাত্রছাত্রীদের কাছে

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসিং, চাকরি পেলেন বহু পড়ুয়া

বারাকপুর: রীতিমতো পড়ুয়াদের ডেকে সিভি জমা নিয়ে কলেজের মধ্যে ইন্টারভিউ নিয়ে চাকরির ব্যবস্থা করা হল। আচমকা শুনে মনে হবে, কোনও ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসিংয়ের কথা। কিন্তু, একেবারেই নয়। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নৈহাটি সান্ধ্য কলেজের উদ্যোগে এই ‘জব ফেয়ারের’ আয়োজন করা হয়।

যেখানে ইন্টারভিউ দিয়ে ২৮ জন চাকরি পেয়েছেন। কলেজের অধ্যক্ষ দেবাশিস মৌলিক বলেন, ছাত্রছাত্রীদের কাছে থেকে টাকা পয়সা না নিয়ে কলেজের নিজস্ব ফান্ডের টাকায় এই ‘জব ফেয়ারের’ আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীরা এতে খুব উৎসাহিত হয়েছে। কলেজে পরিচালন কমিটির সভাপতি অরূপরতন মিত্র বলেন, সাধারণত ইঞ্জিনিয়ারিং কলেজে এসব হয়। ডিগ্রি কলেজেও যে এরকমভাবে প্লেসমেন্ট হতে পারে তা পড়ুয়াদের ধারণা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।

কলেজ সূত্রে জানা গিয়েছে, মূলত তৃতীয় বর্ষের পড়ুয়া আর পাশ করা ছাত্রছাত্রীদের কলেজে এই জব ফেয়ারে ডাকা হয়েছিল। তারজন্য কলেজের পক্ষ থেকে স্টুডেন্ট প্লেসমেন্ট সেল নামে একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির পক্ষ থেকে গত পাঁচ বছরে এই কলেজে থেকে পাশ করা ছাত্রছাত্রীদের সঙ্গে ফোন যোগাযোগ করা হয়েছিল। তাদের সিভি জমা দিতে বলা হয়েছিল। এছাড়া তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের নামের তালিকা তৈরি করা হয়েছিল। সবমিলিয়ে ১০০ জন পড়ুয়া ও গ্র্যাজুয়েটের তালিকা তৈরি করা হয়েছিল। সেখানে আর্টস, কমার্স এবং সায়েন্স গ্র্যাজুয়েটরাও রয়েছে। এমনকী পাশের একটি কলেজের কয়েকজন পড়ুয়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =