ছত্তিশগড়: পুলিশ কর্মীদের কাজে উৎসাহ দিতে তাঁদের জন্মদিনে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল ছত্তিশগড়ের রায়পুর জেলার পুলিশ। শুধু তাই নয়, তাঁদের জন্মদিনে গ্রিটিংস কার্ড এবং মিষ্টি দেওয়ার রেওয়াজও চালু হল। ১ মার্চ থেকে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে।
জেলায় দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল থেকে এএসপি ব়্যাঙ্কের অফিসার পর্যন্ত সকলকে এই তালিকাভুক্ত করা হয়েছে। রায়পুরের এসএসপি শেখ আরিফ হুসেন জানিয়েছেন, নিজের জীবনের বিশেষ দিনটিতে যাতে পুলিশ কর্মীরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, ভারমুক্ত হয়ে আনন্দ করতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত। সারা বছর পুলিশ কর্মীদের নানারকম কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিন কাটাতে হয়।
এই ছুটিটা পেলে, তাঁরা ফের তরতাজা হয়ে কাজে যোগ দিতে পারবেন। পূর্ণ উদ্যমে নিজের দায়িত্ব পালন করতে পারবেন। এর আগে বিলাসপুর ও বলোদাবাজার জেলার এসপি থাকাকালীন এই নিয়ম চালু করে হাতেনাতে ইতিবাচক ফল পেয়েছিলেন। তাই রায়পুর জেলাতেও একই নিয়ম চালু করলেন।