সুখবর, ৩৩,৯১৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা

সুখবর, ৩৩,৯১৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা

পাটনা:  করোনা আবহে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখেছে একাধিক রাজ্য৷ বেতনে কোপ পড়েছে সরকারি চাকরিজীবীদের৷ অনিশ্চয়তায় দোলাচলে বেসরকারি সংগঠনের কর্মীরা৷ এই অবস্থায় চাকরি প্রার্থীদের সুখবর শোনাল বিহার সরকার৷ গ্রামপঞ্চায়েত এলাকায় স্থাপিত নতুন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ৩৩,৯১৬ জন শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিল নীতিশ সরকার৷ 

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে শিক্ষা দফতরকে শিক্ষক নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়৷ রাজ্যের মোট ৩৩,৯১৬টি শূন্যপদের মধ্যে ৩২,৯১৬ জন শিক্ষক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুলে৷ অন্যদিকে, উচ্চমাধ্যমিক স্কুলে কম্পিউটার শিক্ষকের পদে নিয়োগ করা হবে ১০০০ জনকে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই স্বস্তিতে বিহারের চাকরি প্রার্থীরা৷ 

পাশাপাশি এদিন নয়া রেশনকার্ড ইস্যু করার প্রস্তাবটিও মন্ত্রিসভার বৈঠকে পাস করা হয়েছে৷ করোনা পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ রাজ্যে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে চাল-ডাল দেওয়া হচ্ছে৷ তবে এই সুবিধা পাচ্ছেন একমাত্র পিডিএস রেশনকার্ড হোল্ডাররা৷ এই অবস্থায় নতুন রেশনকার্ড ইস্যু করার পাশাপাশি খাদ্য কোটাও চালু করতে চলেছে বিহার সরকার৷ এর মাধ্যমে যাঁদের রেশন কার্ড নেই, তাঁদেরকে নিয়ে আসা হবে খাদ্য সুরক্ষা আইনের ছাতার তলায়৷  

এছাড়াও জল সম্পদ বিভাগের প্রস্তাবিত প্রকল্পের জন্য ৪৫.০৯ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার৷ ফলে শীঘ্রই সরন জেলায় বালি টোলা থেকে সবলপুর পাচিয়ারি টোলা পর্যন্ত গঙ্গার বাম উপকূলে শুরু হবে ক্ষয় রোখার কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =