দেশজুড়ে আরও ৪ লক্ষ কর্মী নিয়োগ করবে ভারতী রেল, চালু নয়া সংরক্ষণ

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল৷ রেল মন্ত্রক সূত্রে খবর, আরও এক দফায় প্রায় ৪ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ হবে৷ আগামী দু’বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর৷ কোন কোন পদে নিয়োগের ভাবনা রেলের? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিসিয়ানস, গ্রুপ-সি, গ্রুপ-ডি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলবে৷

দেশজুড়ে আরও ৪ লক্ষ কর্মী নিয়োগ করবে ভারতী রেল, চালু নয়া সংরক্ষণ

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল৷ রেল মন্ত্রক সূত্রে খবর, আরও এক দফায় প্রায় ৪ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ হবে৷ আগামী দু’বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর৷ কোন কোন পদে নিয়োগের ভাবনা রেলের?

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিসিয়ানস, গ্রুপ-সি, গ্রুপ-ডি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলবে৷ আগামী দু’বছরে রেলে সবমিলিয়ে প্রায় চার লক্ষ লোক চাকরি পেতে চলেছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ নতুন এই নিয়োগে কার্যকর হবে উচ্চবর্ণদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা৷ রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শূন্যপদগুলিতে লোক নিয়োগের প্রক্রিয়া চলবে দু’টি পর্যায়ে৷ প্রথম পর্যায়ে নিয়োগ হবে মোট ১ লক্ষ ৩১ হাজার ৪২৮টি শূন্যপদে৷ এই নিয়োগ শুরু হবে চলতি বছরের মার্চ থেকে৷ দ্বিতীয় পর্যায়ে নিয়োগ হবে মোট ৯৯ হাজার শূন্যপদে৷ ২০২০ সালের মে-জুনে শুরু হবে নিয়োগ পর্ব৷

রেল জানিয়েছে, মন্ত্রকে সবমিলিয়ে কর্মী থাকার কথা ১৫ লক্ষ ৬ হাজার ৫৯৮ জন। অথচ কর্মী রয়েছেন মোট ১২ লক্ষ ২৩ হাজার ৬২২ জন৷ অর্থাৎ শূন্যপদের সংখ্যা মোট ২ লক্ষ ৮২ হাজার ৯৭৬টি৷ এর মধ্যে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি মিলিয়ে মোট ১ লক্ষ ৫১ হাজার ৫৪৮টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে৷ তারপরেও ফাঁকা রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৪২৮টি পদ৷ প্রথম পর্যায়ে এইসব শূন্যপদেই লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে রেল৷ ২০১৯-২০ ও ২০২০-২১ আর্থিক বছরে রেলে যথাক্রমে ৫৩ হাজার এবং ৪৬ হাজার কর্মী অবসর নেবেন৷ অর্থাৎ দু’বছরে এক্ষেত্রে মোট ৯৯ হাজার শূন্যপদ তৈরি হবে৷ যার নিয়োগ প্রক্রিয়া রেল শুরু করতে চলেছে দ্বিতীয় পর্যায়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =