নতুন শিক্ষক নিয়োগের দাবিতে চড়ছে বিদ্রোহ, নজরে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর প্রোফাইল

নতুন শিক্ষক নিয়োগের দাবিতে চড়ছে বিদ্রোহ, নজরে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর প্রোফাইল

কলকাতা: অতিমারির জেরে রাস্তায় নেমে অবরোধ বা জমায়েত বন্ধ। তা সত্ত্বেও প্রতিবাদ কর্মসূচিতে পিছিয়ে যাচ্ছেন না নতুন এসএলএসটি এবং টেট আন্দোলন মঞ্চ। সোশ্যাল মিডিয়ার মতো শক্তিশালী হাতিয়ারকে সঙ্গী করেই আন্দোলনকে আরও ব্যাপকতা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। এই মর্মে আজ ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে বিএড পাশ করা সমস্ত স্কুলশিক্ষক প্রার্থীদের উদ্দেশ্যে৷ এই কর্মসূচিকে নাম দেওয়া হয়েছে ‘প্রোটেস্ট ফ্রম হোম’।

আগামী ৫ জুলাই পর্যন্ত টানা পাঁচদিন চলবে এই ঘরে বসে প্রতিবাদ। ফেসবুকে সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘আগামিকাল থেকে ৫ জুলাই পর্যন্ত প্রোটেস্ট ফ্রম হোম-এ প্রত্যেককে দায়িত্ব নিয়ে নিজের স্বার্থে নিজের অধিকার ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা কেউ ভাববেন না ও করছে করুক আমি আর কী করব, মনে রাখবেন চাকরি ও একা করবে না আপনিও করবেন। আর ওই রকম ভাবলে দুধপুকুরে জল ঢালা হবে, তখন দেখবেন সকলেই সামনের আরও পাঁচ বছর আঙুল চুষছেন। এখনও সময় আছে, বিএড পাশ করা প্রার্থী পাঁচ লক্ষ আছেন, তার ১০ শতাংশ ও যদি আন্দোলনে সামিল হন তাহলে নবান্ন কেঁপে উঠবে।’

এরপর দেওয়া হয়েছে কিছু নির্দেশিকা। নতুন এস এল এসটি এবং টেট আন্দোলন মঞ্চের তরফে ফেসবুকের সরাসরি দাবি তুলে ধরা হয়েছে৷  ১. নতুন শিক্ষক নিয়োগের দাবিতে নিজের ওয়ালে পোস্টার করে পোস্ট করতে হবে৷ ২. ফেসবুকে তা পোস্ট করতে হবে৷ তাঁদের দাবি, বেকারত্বের যন্ত্রণা পশ্চিমবঙ্গবাসীকে জানাতে হবে৷ ৩. মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, দিদিকে বলো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রস, প্রধানমন্ত্রী, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, অভিষেক বন্দোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মিত্র, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব, বাবুল সুপ্রিয়, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, অধীররঞ্জন চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সোমেন মিত্র, কৌশিক সেন, বাদশা মৈত্র, আরও যাঁরা বিদ্বজন আছেন এবং তাছারাও টলিউডের নামীদামিদের এবং সমস্ত রকম সংবাদমাধ্যমের ওয়ালে পোস্টার ও কমেন্ট করতে হবে বলেও সারাসরি আবেদন করা হয়েছে৷ ৫. শিক্ষামন্ত্রীর কমেন্ট বন্ধ৷ কিন্তু, তা সত্ত্বেও শিক্ষামন্ত্রীর প্রোফাইলে গিয়ে মেসেজ করতেও আবেদন জানানো হয়েছে মঞ্চের তরফে৷

এসএলএসটি এবং টেট আন্দোলন কমিটির দাবি, ১। আগস্টের মধ্যে ৯-১২ এর বিজ্ঞপ্তি বের করতে হবে আর শুধুমাত্র বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা নিতে হবে। ২. নিয়োগ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে৷ ৩. পুরো প্যানেল প্রকাশ করতে হবে। ৪. সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে হবে। ৫. প্রতি বছর এসএসসি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + ten =