ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

 

কলকাতা: সরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান তৈরিতে নজির গড়তে চলেছে পাবলিক সার্ভিস কমিশন৷ পিএসসি’র নিয়ন্ত্রিত ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ আর তাতেই রেকর্ড সফল্য এসেছে৷ কমপক্ষে ৬৬ হাজারের বেশি পদপ্রার্থী সফল হয়েছেন৷ সফল এই ৬৬ হাজার প্রার্থী চূড়ান্ত পরীক্ষায় বসবেন৷ আগামী ২৭ সেপ্টেম্বর সেই পরীক্ষা হতে পারে বলে পিএসসি সূত্রে খবর৷ এত সংখ্যক সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় ডাকা হলে নিয়োগ তালিকা দীর্ঘতর হতে পারে৷ সরকারি অফিসে করণিক পদে রেকর্ড নিয়োগের সম্ভনাও তৈরি থাকছে৷

আরও পড়ুন-  সুখবর! PSC ক্লার্ক পরীক্ষার ফল প্রকাশ, পার্ট টু’র দিনক্ষণ ঘোষণা কমিশনের

জানা গিয়েছে, ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষায় এবার সবচেয়ে বেশি চাকরিপ্রার্থী একসঙ্গে সফল হয়েছেন৷ সাধারণত এত বেশি সফল প্রার্থী চূড়ান্ত পরীক্ষায় বসার ছাড়পত্র আদায় করতে পারে না৷ বিপুল মাত্রায় প্রাথমিক বাছাইয়ের পর প্রশ্ন উঠেছে, তা হলে কি এবার বেশি শূন্যপদে নিয়োগ হবে? বাড়বে শূন্যপদ? সূত্রের খবর, সাধারণত মোট শূন্যপদের তুলনায় ১০ থেকে ১৫ গুণ বেশি সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য ডাকা হয়৷ এই মুহূর্তে যা শূন্যপদ রয়েছে, তাতে কমপক্ষে ৬ হাজারের বেশি ক্লার্ক পদে নিয়োগও হতে পারে বলে মনে করা হচ্ছে৷ তবে, প্রার্থী বাছাই করা পিএসসি কাজ৷ নিয়োগের বিষয়টি পুরোপুরি সরকার উপর নির্ভর করছে৷ করোনা আবহে মোট কতজনকে শেষ পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হবে, সেটা সরকারই ঠিক করবে৷

আরও পড়ুন- প্রশিক্ষণ নিয়েও মিলছে না চাকরি, বিফলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা?
 

যদিও, কত শূন্যপদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে, সেটাও পিএসসিকে প্রথমে বলা হয়নি সরকারের তরফে৷ কিন্তু, শূন্যপদ চূড়ান্ত হওয়ার আগে ৬৬ হাজার প্রার্থীকে চূড়ান্ত দফায় পরীক্ষায় ডাকার কী যুক্তি? পিএসসি সূত্রে খবর, এবার বহু পরীক্ষার্থী একই নম্বর পেয়েছেন৷ ফলে কাট অব মার্কস অনুযায়ী ডাকা হয়েছে৷ কিন্তু, যোগ্যতা বিচারে কাট অব মার্কসের সীমা বাড়িয়ে বাড়িয়ে দিলে বিপুল সংখ্যাক পরীক্ষার্থীয় ডাকা থেকে এড়ানো যেত৷ যখন মোট শূন্যপদের ১০-১২ গুণ ডাকা হয়৷ পিএসসি জানিয়েছে, সাধারণ পরীক্ষার্থীরা ৬৫ পর্যন্ত পেয়ে চূড়ান্ত পরীক্ষায় বসার ডাক পেয়েছে৷ তফসিলি জাতি ও উপজাতি ক্ষেত্রে তা ৪৮.৬৭ ও ২৯.৬৭৷ ওবিসি এ ও বি শ্রেণিতে যথাক্রমে ৪৩ ও ৫৬.৩৩৷ কাট অব মার্কসের হিসেবে মোট ৬৬ হাজার ৪৯২ জন লিখিত চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন৷ পরীক্ষায় বসেছিলেন প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী৷

আরও পড়ুন- তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা PSC-র মাথায়! ‘অসাংবিধানিক’, প্রভাবিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =