পুজোর আগেই সরকারি কর্মীদের সুখবর শোনাল বাংলার মন্ত্রিসভা

কলকাতা: সরকারি কর্মীদের অসন্তোষ মেটাতে গত ১৩ সেপ্টেম্বর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পড়ে শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, মন্ত্রিসভার বৈঠকে বেতন কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে৷ সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে পাস ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ৷ এই সুপারিশ কার্যকর হবে ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে৷ সূত্রের খবর, এবার বেতন কমিশনের সুপারিশ পৌঁছে যাবে

পুজোর আগেই সরকারি কর্মীদের সুখবর শোনাল বাংলার মন্ত্রিসভা

কলকাতা: সরকারি কর্মীদের অসন্তোষ মেটাতে গত ১৩ সেপ্টেম্বর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পড়ে শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, মন্ত্রিসভার বৈঠকে বেতন কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে৷ সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে পাস ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ৷ এই সুপারিশ কার্যকর হবে ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে৷ সূত্রের খবর, এবার বেতন কমিশনের সুপারিশ পৌঁছে যাবে অর্থদপ্তরে৷ অর্থ দপ্তর সুপারিশ খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে খবর৷

এদিন নবান্নে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পড়ে শোনান অর্থমন্ত্রী অমিত মিত্র৷ জানা, যদি কোনও কর্মীর বেসিক পে ১০০ টাকা হয়ে থাকে, তাহলে নয়া অনুমোদনে তা বেড়ে দাঁড়াবে প্রায় ২৮১ টাকা৷ গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ১০ লক্ষ টাকার বেতন কমিশনের সুপারিশ বাড়ায়ে ১২ লক্ষ করা হচ্ছে৷ এক্সট্রা ডিউটি এলাউন্স প্রতি মাসে ২৫০ ছিল সেটা ৩০০ করে দেওয়া হয়েছে৷ টিফিন অ্যালাউন্স কুড়ি টাকা প্রতি ঘণ্টায় সুপারিশ করেছে পে-কমিশন৷ এখন সেটা রয়েছে ১০ টাকা৷ মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে ৩০ টাকা প্রতি ঘণ্টা ও সর্বচ্চো ৬০ টাকা করা হয়েছে৷ ১২০ দিন প্রতি কর্মদিবসে ১৮০ দিন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এতে যারা অতিরিক্ত সময়ে কাজ করবেন, তাঁরা উপকৃত হবেন৷ বাড়ি ভাড়া ভাতা ১২ হাজার টাকা করা হচ্ছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ২ লক্ষ করা হয়েছে৷ মেডিক্যাল অ্যালাউন্স প্রতিমাসে ৪০০ টাকা করার বেতন কমিশনের সুপারিশ একধাক্কায় ৫০০ টাকা করা হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ ঊর্ধ্বসীমা সাড়ে ৩ হাজার টাকা করা হয়েছে৷

গত ১৩ সেপ্টেম্বর বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দফায় যে রিপোর্ট এসেছে তা পড়ে শোনান৷ জানিয়ে দেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কি না, তা ভেবে দেখবেন৷ তবে বর্ধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা হলেও মহার্ঘ ভাতা ও এরিয়ায় নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা৷

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী ওই সভায় বলেন, ‘‘আমরা কথা দিয়েছিলাম, বেতন কমিশনের সুপারিশ আমরা মেনে নেব৷ আমি এখান বলে যাচ্ছি, আমরা বেতন কমিশনের সুপারিশ মেনে চলব৷ যতটা সম্ভব, করব৷ আগামী পয়লা জানুয়ারি থেকে এই সুপারিশ চালু করা যায় কি না সে নিয়ে আমরা পরিকল্পনা নিচ্ছি৷’’ ওই দিন মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করে জানান, গ্র্যাচুইটি উর্ধ্বসীমা ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকা করা হচ্ছে৷ জানুয়ারি থেকে বর্ধিত হারে সরকারি কর্মীদের বেতনের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ ন্যূনতম বেসিক ৭ হাজার থেকে ১৭ হাজার ৯৯০ টাকা করার সুপারিশ করা হয়েছে৷ গ্র্যাচুইটির উর্ধ্বসীমা টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকা করার কথা বলা হলেও বকেয়া এরিয়ার কবে থেকে এখনও রয়েছে ধোঁয়াশা৷ ২০১৬র- পয়লা জানুয়ারি থেকে মিলবে এরিয়ার, তা নিয়ে উঠছে প্রশ্ন থাকছে৷ যদিও এই নিয়ে কিছু বলেননি মুখ্যমন্ত্রী৷ সরকারকে যতটা দেবে, সরকারও ঢেলে দেবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =