আজ বিকেল: সাবধান! স্কুল সার্ভিস কমিশনের নামে জাল ওয়েবসাইট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অবিকল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট নকট করে wbsscresult নামের একটি ওয়েবসাইট চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে করেছে৷ ওই ওয়েবসাইটে বিভ্রান্তিকর ‘বিজ্ঞপ্তি’ সাঁটানো রয়েছে৷ কিন্তু, কীভাবে বুঝবেন ওয়েবসাইটটি জাল?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুসন্ধান করে জানা গিয়েছে wbsscresult নামের একটি ওয়েবসাইট সম্প্রতি খোলা হয়েছে৷ যার ডোমেন আইডি 2052407898_DOMAIN_COM-VRSN৷ ওয়েবসাইটের মালিকের নাম, ঠিকা পরিচয় পুরোপুরি গোপন রাখা হয়েছে৷ কিন্তু, তা সত্ত্বেও বেশ কিছু তথ্য হাতে এসেছে আজ বিকেল ডট কমের হাতে৷ জানা গিয়েছে, godaddy.com থেকে কেনা হয়েছে ডোমেনটি৷ ডোমেন, অর্থাৎ সংশ্লিষ্ট সাইটটির নাম বিক্রি হয়েছে গোড্যাডি নামক আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে৷ রয়েছে একটি ফোন নম্বর৷ ৪৮০-৬২৪-২৫০৫৷ মূলত, অ্যারিজোনার ফোন নম্বরের শুরু হয় ৪৮০ দিয়ে৷ এক্ষেত্রেও যে নম্বরটি দেওয়া হয়েছে, সেটি মার্কিন দেশের৷ ২০১৬ সালে কেনা এই ডোমেনটি হঠাৎ কীভাবে বাজারে ছেয়ে গেলে তা নিয়েও রয়েছে সংশয়৷
মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশনের নাম ভাঙিয়ে যদি কোনও ওয়েবসাইট চোখে পড়ে অবশ্যই প্রশাসনের নজরে আনুন৷ এবং স্কুল সার্ভিস কমিশনের সমস্ত বিজ্ঞপ্তি দেখতে www.westbengalssc.com এই ওয়েবসাইটেই নজর রাখুন৷