‘অনৈতিক’ বদলি রুখতে তপ্ত বাংলা, ভোটের বাজারে জারি ‘শিক্ষক বিদ্রোহ’

কলকাতা: আন্দোলন দমনের নামে প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক বদলির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷ আচমকা প্রাথমিক শিক্ষকদের একাংশকে তাঁদের কর্মস্থল থেকে দূর দূরান্তে অন্যায় ভাবে বদলি করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, “প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ যখন তাঁদের প্রয়োজনের ভিত্তিতে বদলির জন্য

d2d5bd5d836bfc0953a13c0f10bb5338

‘অনৈতিক’ বদলি রুখতে তপ্ত বাংলা, ভোটের বাজারে জারি ‘শিক্ষক বিদ্রোহ’

কলকাতা: আন্দোলন দমনের নামে প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক বদলির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷

আচমকা প্রাথমিক শিক্ষকদের একাংশকে তাঁদের কর্মস্থল থেকে দূর দূরান্তে অন্যায় ভাবে বদলি করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, “প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ যখন তাঁদের প্রয়োজনের ভিত্তিতে বদলির জন্য আবেদন জানান তখন তা কার্যকর করতে বছরের পর বছর সময় লেগে যায়, আর এখন হঠাৎ করে শিক্ষকদের মত না নিয়ে শাস্তি মূলক ব্যবস্থা হিসাবে বাধ্যতামূলক ভাবে ৩০০ থেকে ৬০০ কিলোমিটার দূরের স্কুলে বদলি করা হচ্ছে। রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ভূমিকা প্রতিহিংসাপরায়ণ ছাড়া আর কিছুই নয়। আন্দোলনকে দমন করার এই হীন কৌশলকে আমরা তীব্র ধিক্কার জানাই। যেসব প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ তাঁদের ন্যায্য দাবি পি আর টি(বেতন কাঠামো পরিবর্তনের দাবি) স্কেল-এর জন্য দীর্ঘ আন্দোলন গড়ে তুলছেন তখন তাদের সেই আন্দোলনকে পরোক্ষ ভাবে দমন করার উদ্দেশ্যে এই ভূমিকার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি অবিলম্বে এই বাধ্যতামূলক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। না হলে এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *