বকেয়া ডিএ’র দাবিতে ফের তপ্ত হতে চলেছে বাংলা

কলকাতা: লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর রাজ্য সরকারি কর্মীদের দাবি দাওয়া নিয়ে সক্রিয় হয়ে রাস্তায় নামতে চলেছে বিজেপি প্রভাবিত কর্মী সংগঠন। আগামী মঙ্গলবার নিউ সেক্রেটারিয়েটের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনএফআইটিইউ অনুমোদিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। গত বেশ কয়েকমাস ধরে এরাজ্যে বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন হিসেবে কাজ করছে এনএফআইটিইউ। সরকারি কর্মীদের বিজেপি প্রভাবিত সংগঠনটি এনএফআইটিইউ-র

বকেয়া ডিএ’র দাবিতে ফের তপ্ত হতে চলেছে বাংলা

কলকাতা: লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর রাজ্য সরকারি কর্মীদের দাবি দাওয়া নিয়ে সক্রিয় হয়ে রাস্তায় নামতে চলেছে বিজেপি প্রভাবিত কর্মী সংগঠন। আগামী মঙ্গলবার নিউ সেক্রেটারিয়েটের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনএফআইটিইউ অনুমোদিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ।

গত বেশ কয়েকমাস ধরে এরাজ্যে বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন হিসেবে কাজ করছে এনএফআইটিইউ। সরকারি কর্মীদের বিজেপি প্রভাবিত সংগঠনটি এনএফআইটিইউ-র সঙ্গে আছে। সংগঠনের সভাপতি অমিয় সরকার জানিয়েছেন, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে সরকারি কর্মীদের নতুন বেতন হার চালু করার দাবিতে তাঁদের লাগাতার আন্দোলন চলবে।

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার এখানকার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কম পাওয়ার প্রসঙ্গটি তুলেছেন। ভোট কর্মীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেন, তাতে অনেক এগিয়ে আছে বিজেপি। এতে সরকারি কর্মীদের বিজেপি প্রভাবিত সংগঠন উৎসাহিত। সংগঠনের সাধারণ সম্পাদক প্রাণবন্ধু নাগ জানিয়েছেন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার স্থায়ী ব্যবস্থা করার দাবি তাঁরা তুলবেন। কলকাতা ও জেলায় বিভিন্ন সরকারি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =