কলকাতা: সরকার পক্ষের আইনজীবীর অনুপস্থিতির কারণে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বুধবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ উঠেছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। কিন্তু সরকার পক্ষের আইনজীবী অপূর্বলাল বসু এদিন এজলাসে গরহাজির ছিলেন।
স্যাটের বিচারপতির কাছে আবেদন জানানো হয়, অপূর্ববাবু ছুটিতে রয়েছেন। কিছুদিন পর যেন শুনানির দিন ধার্য করা হয়। সেই আর্জি মেনে নিয়ে আগামী ২৫ এপ্রিল ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট আগে রায় দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করে। গত ৭ মার্চ সেই পিটিশনও খারিজ করে দেয় আদালত। মামলাটি ফের স্যাটে ফিরিয়ে দেওয়া হয়। এদিন তার শুনানি ছিল।