বেতন বঞ্চনা সহ ৬ দফা দাবি নিয়ে বিধানসভা অভিযান বিজেপি শিক্ষক সেলের

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার প্রতিবাদে বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নিল বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখা। এছাড়া তাদের আরও পাঁচ দফা দাবি রয়েছে। আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় বিধানসভা অভিযান করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

a4db099f17d2afab76e7cbcbdd65e41a

 

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার প্রতিবাদে বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নিল বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখা। এছাড়া তাদের আরও পাঁচ দফা দাবি রয়েছে। আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় বিধানসভা অভিযান করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বিজেপি টিচার্স সেলের রাজ্য কনভেনার দিপল বিশ্বাস জানান, সোনার বাংলা গড়ার সংকল্প নিয়ে রাজ্যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সামগ্রিক উন্নতির লক্ষ্যে ৬ দফা দাবি নিয়ে অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। বিজেপি টিচার্স সেল আগামী ১৩ জানুয়ারি, বুধবার, বেলা ১২টায় বিজেপি রাজ্য অফিস থেকে শুরু করে বিধানসভা অভিযান করবে। মূল উদ্যোগ নেবে টিচার্স সেলের রাজ্য প্রাথমিক শাখা। প্রাথমিক শিক্ষক সহ সকল শিক্ষককে এই মিছিলে যোগদানের আহ্বান জানিয়েছে বিজেপি টিচার্স সেল। সেলের রাজ্য কো-কনভেনার তথা প্রাথমিক শাখার রাজ্য ইনচার্জ সব্যসাচী ঘোষ জানিয়েছেন দেশের অন্য সমস্ত রাজ্যে প্রাথমিক শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন দেওয়া হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই পরিস্থিতি আলাদা।

বিজেপি টিচার্স সেলের দাবি, বামফ্রন্ট সরকারের আমলে প্রাথমিক শিক্ষকরা বঞ্চিত ছিলেন। বর্তমানে তৃণমূল সরকারের আমলেও প্রাথমিক শিক্ষকরা বঞ্চিত। এই বেতন বঞ্চনার অবসান সহ মোট ৬ দফা দাবিতে বিজেপি টিচার্স সেলের প্রাথমিক শাখার পক্ষ থেকে বিধানসভা অভিযান করা হচ্ছে। এই দাবিগুলি হল-

১) প্রাথমিক শিক্ষকদের অবিলম্বে সর্বভারতীয় হারে বেতন ক্রম ( PRT SCALE with notional effect from 01.01.2006) চালু করতে হবে।

২) সমস্ত প্রশিক্ষিত প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে ও অবিলম্বে সকল শূন্যপদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে।

৩) জাতীয় শিক্ষানীতি কার্যকরী করতে হবে। ৩ থেকে ৬ বছর বয়সের শিশুদের জন্য সরকারী শিক্ষাব্যবস্থা শুরু করতে হবে।

৪) অবিলম্বে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। 

৫) ট্রান্সফার দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ ট্রান্সফার নীতি চালু করতে হবে।

৬) Seniority মেনে বেসিক হিসেব করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *