মাধ্যমিক যোগ্যতায় চলছে আশাকর্মী নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া

মাধ্যমিক যোগ্যতায় চলছে আশাকর্মী নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া

ইংরেজবাজার: একাধিক শূন্যপদে মালদহ জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ আগামী ১১ মার্চ পর্যন্ত করা যাবে এই পদে আবেদন৷

১১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত এই পদে করা যাবে আবেদন৷ যে কোনও কাজের দিনে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দপ্তরে গিয়ে হাতে হাতে আবেদন জমা দেওয়া যাবে৷ বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করা যাবে৷

তবে, নিয়োগের বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত৷ প্রার্থীকে  বিবাহিত কিংবা বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা মহিলা হতে হবে৷ নিজের গ্রামে মিলবে নিয়োগ৷ নির্দিষ্ট ফর্ম পূর্ণ করার পর স্থানীয় ব্লক অফিসে আবেদন জমা করাতে হবে৷ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে -https://www.malda.gov.in/recruitments/0584 এই লিঙ্কে৷ ফর্ম পাওয়া যাবে এই লিঙ্কে- https://www.malda.gov.in/sites/default/files/notice/2020-02/NIC-SCAN-0584.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =