হাইকোর্টের নির্দেশ মিলতেই কাউন্সেলিংয়ে বিজ্ঞপ্তি SSC-র

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ পওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ আজ মঙ্গলবার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে আগামী বৃহস্পতিবার থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন৷ বুধবার কাউন্সেলিংয়ে সংক্রান্ত বিজ্ঞপ্তির সময়সীমা জানানো হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে৷ আজ, দুপুরে প্রধান শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনকে কাউন্সেলিং

7a9bf97c725b2950be9ed7425ec0171b

হাইকোর্টের নির্দেশ মিলতেই কাউন্সেলিংয়ে বিজ্ঞপ্তি SSC-র

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ পওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ আজ মঙ্গলবার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে আগামী বৃহস্পতিবার থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন৷  বুধবার কাউন্সেলিংয়ে সংক্রান্ত বিজ্ঞপ্তির সময়সীমা জানানো হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে৷

আজ, দুপুরে প্রধান শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনকে কাউন্সেলিং শুরু করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ মামলাকারীদের জন্য আসন ছেড়ে রেখে আগামী ৭ দিনের মধ্যে কাউন্সেলিং শুরু করার নির্দেশ দেওয়া হলেও মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় কমিশন৷ সূত্রের খবর, মোট ২২৪৫ শূন্য পদের জন্য খুব সম্ভবত ১৮৬৪ জনকে ডাকা হতে পারে কাউন্সেলিংয়ে জন্য৷

হাইকোর্টের নির্দেশ মিলতেই কাউন্সেলিংয়ে বিজ্ঞপ্তি SSC-রকিন্তু, প্রধান শিক্ষক নিয়োগে হঠাৎ কেন মামলা? রাজ্যের সরকারি স্কুলগুলিতে সরকারি স্কুলে প্রধান শিক্ষক পদে ২০১৫ সাল পর্যন্ত স্নাতকোত্তরে ৪০ শতাংশ নম্বার বাধ্যতামূলক ছিল৷ কিন্তু, ২০১৬ সালে তা বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়৷ ২০১৭ সালে তা বেড়ে ৫০ শতাংশ করা হয়৷ এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়৷ পরীক্ষায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়৷ মামলার জেরে মামলাকারীদের ফলপ্রকাশ করা হয়নি বলে অভিযোগ ওঠে৷ আর তার জেরে কাউন্সেলিংয়ে ডাক পাননি অনেকেই৷ ফের মামলা গড়ায় আদালতে৷ গত ২২ জানুয়ারি কাউন্সেলিং প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত৷ কলকাতা হাইকোর্টের তরফে আগেই জানানো হয়, মামলাকারীদের ‘পার্সোনালিটি টেস্ট’ নিয়ে ও মেধা তালিকা প্রকাশ করার পরেই যেন প্রার্থীদের নতুন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়৷ তারপরই করা যাবে প্রার্থীদের কাউন্সেলিং৷ ততদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে৷ আজ, মামলার শুনানিতে হাইকোর্টে তরফে কাউন্সেলিংয়ের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়৷ স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে কাউন্সেলিং করাতেও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ এর পরই সুখবর দেওয়ার ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *