সঙ্কটে জীবন, অনিশ্চিত ৭০ লক্ষ মানুষের জীবিকা! মিলবে তো এপ্রিলের বেতন?

সঙ্কটে জীবন, অনিশ্চিত ৭০ লক্ষ মানুষের জীবিকা! মিলবে তো এপ্রিলের বেতন?

নয়াদিল্লি: করোনা মোকালিয়ায় আরও এক দফায় বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ৷ করোনা মহামারীর জেরে সঙ্গে জীবন৷ সঙ্গে অনিশ্চিত জীবিকা৷ করোনার জেরে বর্ধিত লকডাউনের গেরোয় কাজের বাজারে শুরু হয়েছে চূড়ান্ত অনিশ্চিয়তা৷ কাজ হারানোর মুখে দেশের অন্তত ৭০ লক্ষ মানুষ৷ ক্ষতির মুখে রেস্তোরাঁ থেকে শুরু করে রিয়েল এস্টেটের ব্যবসা৷ এই দুই ক্ষেত্রের শ্রমিকদের অবস্থা তথৈবচ৷

ভালো মজুরির আশায় ভিন রাজ্য কাজের খোঁজে যাওয়া বাংলার শ্রমিকদের সব থেকে বড় ক্ষতির মুখে পড়েছেন৷ লকডাউনের জেরে শ্রমিকা কোনোক্রমে বাড়ি ফিরতে পারলেও এখনও আটকে রয়েছেন বহু শ্রমিক৷ নেই খাবার৷ টাকাও শেষ৷ দু’মুঠো খাবার চেয়ে প্রশানের দরবারে ঘুরছেন ভিন রাজ্য আটকে থাকা বাংলার কয়েক হাজার শ্রমিক৷ করোনার কোপে তাঁদের জীবন ও জীবিকা৷

করোনার জেরে লকডাউন পর্বে রেস্তোরাঁগুলি ধুঁকছে৷ পরিস্থিতি যা, তাতে কেন্দ্র ও রাজ্যগুলির অর্থসাহায্য না করলে রেস্তোরাঁগুলি কর্মীদের জীবিকা এখন চরম অনিশ্চিয়তার মখে৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী মার্চে রেস্তোরাঁর সব কর্মীদেরই বেতন দিয়েছেন মালিক পক্ষ৷ কিন্তু লকডাউনের জেরে বাড়ছে আর্থিক ক্ষতি৷ কীভাবে এপ্রিলের বেতন দেওয়া যাবে,  তা ভেবে চিন্তায় ঘুম উড়েছে শ্রমিক ও মালিকপক্ষের৷ ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ইতিমধ্যেই অর্থমন্ত্রক ও নীতি আয়োগের কাজে অর্থ সহযোগিতার আর্জি জানিয়েছে৷

রেস্তোরাঁয় ১৮ শতাংশ জিএসটির পরিমাণ কমানোর দাবি উঠতে শুরু করেছে৷ অর্থ সাহায্য ও জিএসটি ছাড় না মিললে কর্মীদের চাকরি কার্যত অনিশ্চিত বলে মনে করা হচ্ছে৷ আর তার জেরেরেস্তোরাঁ শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৭০ লক্ষ কর্মীর জীবিকায় টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *