অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: সম্প্রতি ডিআরডিও-অ্যাডভান্সড সিস্টেম ল্যাবরেটরির তরফে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে৷ এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে প্রার্থীদের৷ আবেদনের জন্য প্রার্থীদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অর্গানাইজেশনে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। http://www.apprenticeshipindia.org/ এই লিঙ্কটিতে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করে নিতে পারবেন৷ 
 

শূন্যপদ
মোট ৫০টি শূন্যপদ পদ রয়েছে৷

 

শূন্যপদের বিবরণ
ফিটার পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ২০টি পদ
টার্নার পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৩টি পদ
ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক প্রসেসার পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৪টি পদ
ইলেকট্রনিক মেকানিক পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৮টি পদ
ইলেকট্রিশিয়ান পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ১২টি পদ
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৩টি পদ

 

নির্বাচন পদ্ধতি
নির্বাচন পদ্ধতি সম্পর্কে প্রতিষ্ঠানের তরফে সঠিক ভাবে বিশেষ কিছু জানানো হলেও, বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনমতো লিখিত পরীক্ষা, ইন্টারভিউ বা মেরিটের ওপর ভিত্তি করে নিয়োগ হতে পারে৷

 

বিশেষ ঘোষণা
প্রশিক্ষণ চলাকালীন বিশেষ কারণ ছাড়া প্রার্থীরা কোনও ভাবেই কাজ ছেড়ে চলে যেতে পারবেন না। নিয়োগের আগে প্রার্থীদের একটি অ্যাপ্রেন্টিসশিপ চুক্তিতে স্বাক্ষর করতে হবে। চুক্তি অনুযায়ী, প্রশিক্ষণ চলাকালীন বিরতি নিলে প্রার্থীদের স্টাইপেন সহ ট্রেনিংয়ের সমস্ত খরচ ফেরত দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =