বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ

বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ

নয়াদিল্লি: অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য ফার্টিলাইজারস এবং কেমিক্যাল ট্রাভানকোর লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও ইছ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে৷ অনলাইনে আবেদন করতে হবে। ১৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট fact.co.in আবেদনপত্র পাওয়া যাবে। 
 

শূন্যপদ
৮১টি শূন্যপদ রয়েছে৷ 

 

শূন্যপদের বিবরণ
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ৫৭টি পদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ২৪টি পদ

 

শিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (বি.টেক/ বিই ইউজিসি/ এআইসিটিই) থাকা বাঞ্ছনীয়।
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য নির্দিষ্ট শাখায় ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

 

নির্বাচন পদ্ধতি
নির্বাচনী পরীক্ষা, গ্র্যাজুয়েট এবং অন্যান্য পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে প্রার্থীদের উক্ত পদের জন্য নির্বাচন করা হবে।

 

বিশেষ ঘোষণা
গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসে আবেদন করতে হলে প্রার্থীদের বোর্ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে। সাউদার্ন রিজিয়নে রেজিস্ট্রার্ড কেরলের প্রার্থীরাই উল্লিখিত পদে আবেদনের যোগ্য।
শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সংক্রান্ত তথ্য https://fact.co.in//images/upload/Dip-&-Gra-Adv-Eng-2022_906.pdf – এই লিঙ্কটিতে ক্লিক করে জানতে পারবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =