পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

নয়াদিল্লি: পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস পদে চাকরি করতে আবেদনপত্র চাওয়া হয়েছে৷ এক বছরের অ্যাপ্রেন্টিস পদে কাজ করতে চাইলে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ অগস্ট।

আবেদন করতে হলে প্রার্থীদের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট  https://portal.mhrdnats.gov.in অথবা https://apprenticeshipindia.org এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ রেজিস্ট্রেশন অথবা এনরোলমেন্ট নম্বর পেয়ে গেলে প্রার্থীরা নিজেদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস পদে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা উল্লেখ করেনি। তবে প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, বর্তমানে অ্যাপ্রেন্টিস পদে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির চাহিদা এবং অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১  অনুযায়ী একটি সম্ভাব্য তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রার্থীরা যখন পদে যোগ দেবেন, সে সময় এই বিষয়ে তাঁদের বিস্তারিত জানানো হবে।

প্রতিষ্ঠানের তরফে আরও বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী ও অ্যাপ্লিকেশনের শেষ দিন অনুযায়ী দু’বছরের মধ্যে ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। এর সঙ্গে অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুযায়ী মেডিক্যালি ফিট প্রার্থীরা আবেদনপত্র জমা দেওয়ার জন্য উপযুক্ত বলে জানিয়েছে এই প্রতিষ্ঠান৷ এক্ষেত্রে প্রযোজ্য নির্ধারিত প্রাপ্ত নম্বরের শতাংশের ওপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশনের পর প্রার্থীদের প্রেসক্রাইবড্‌ ফরম্যাটে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে। প্রতিষ্ঠানের সঙ্গে এগ্রিমেন্ট সই করে তার পর প্রার্থীদের জয়েনিং লেটার দিয়ে দেওয়া হবে।

অ্যাপ্রেন্টিস পদের জন্য শূন্যপদের সংখ্যা, যোগ্যতা এবং অন্যান্য বিষয়ে আরও জানতে https://www.powergridindia.com/rolling-advertisement-enagagement-apprentices এ দেখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *