জয়পুর: সম্প্রতি স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন৷ যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট rpsc.rajasthan.gov.in এ গিয়ে খোঁজ নিতে হবে৷ রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে৷ স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ ২ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের অধীনে থাকা পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
শূন্যপদ
৪৩টি পদে স্ট্যাটিস্টিক্যাল অফিসার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বা ম্যাথাম্যাটিকসে বা কমার্সে একটি স্ট্যাটিস্টিকের পেপার থাকা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এগ্রিকালচারে এমএসসি ডিগ্রিধারী প্রার্থীদের স্ট্যাটিস্টিক্স এবং বর্ধমান মহাবীর ওপেন ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত আরএস-সিআইটি কোর্সের সার্টিফিকেট থাকা বা সমযোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠান থেকে একই সার্টিফিকেট কোর্স করা প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ সব প্রতিষ্ঠানকেই রাজস্থান সরকারের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন, টেকনোলজি এবং কমিউনিকেশনের দ্বারা স্বীকৃত হতে হবে। এছাড়াও প্রার্থীদের কোনও বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের অবশ্যই হিন্দি ভাষায় (দেবনগরী হরফে) লেখা ও পড়ার দক্ষতা থাকা বাধ্যতামূলক। এরই পাশাপাশি রাজস্থানের সংস্কৃতি সম্পর্কে প্রার্থীদের ওয়াকিবহাল থাকতে হবে।
বয়স
প্রার্থীদের বয়স জানুয়ারি, ২০২১ চলতি বর্ষ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।