জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নয়াদিল্লি:  ধানবাদের ইন্ডিয়ান ইনষ্ট্রিটিউট অফ টেকনোলজি জুনিয়ার অ্যাসিষ্ট্যান্ট পদে ৭৩ জন লোক নিচ্ছে ৷ মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে যে কোন শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন ৷ কম্পিউটারে অফিস অ্যাপলিকেশানের (যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েট) কাজে দক্ষতা থাকতে হবে ৷ অভিজ্ঞতা থাকলে ভালো হয় ৷ ইংরেজি টাংপিংয়ে মিনিটে অন্তত ৪০টি শব্দ গতি থাকলে ভালো হয় ৷ বয়স হতে হবে ৩১-৮-২০২১ এর হিসাবে ৩০ বছরের মধ্যে ৷ মূল মাইনে লেভেল ৩ অনুযায়ী৷ শূন্যপদ–৭৩ টি ৷ (জেনা–২৫, ও.বি.সি২১, ত-জাতি-১১, ত-উ-জাতি-৬, ই.ডব্ল.এস.১০)৷

প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেষ্টের মাধ্যমে ৷ মোট শূন্যপদের ১০ গুন প্রার্থীকে স্ক্রিনিং টেষ্টের জন্য ডাকা হবে ৷ এরপর হবে ট্রেড টেষ্ট ৷দারপর ৮০ নম্বরের মেন পরীক্ষা ও২০ নম্বরের কম্পিউটার দক্ষতার পরীক্ষা হবে ৷ এই পদের বিজ্ঞপ্তি নং- 41100/6/2021-NFR . দরখাস্ত করবেন অনলাইনে, ৩১ আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে -https://nfr.iitism.ac.in/index:php/ recruitment/user login  এই জন্য একটি বৈধ্য ই-মেল আই.ডি থাকতে হবে ৷তখন পরীক্ষার ফি বাবদ ৫০০ (তপসিলি, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না ) টাকা অনলাইনে এস.বি.আই,কালেক্টে জমা দিতে হবে ৷টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ৷আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =