মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নিয়োগ

মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নিয়োগ

ভোপাল: বিভিন্ন ফ্যাকাল্টি পদে নিয়োগ করতে চলেছে মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ভোপাল। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদনের বিষয়ে বিশদে জানতে মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ভোপালের অফিসিয়াল ওয়েবসাইট manit.ac.in এ দেখতে পারেন। আবেদন জমা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত৷ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিভাগ, ক্রেডিট পয়েন্টের জন্য নথিপত্র সহ আবেদনপত্র জমা দিতে হবে দ্য রেজিস্ট্রার, এমএএনআইটি, ভোপাল-৪৬২০০৩ ঠিকানায়৷ 
 

শূন্যপদ:
চুক্তির ভিত্তিক নিয়োগে অ্যাসিসট্যান্ট প্রফেসর গ্রেড-২ এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর গ্রেড-১ পদে ১০৭ জন উপযুক্ত প্রার্থীকে নেওয়া হবে৷

 

আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১২০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি/তফসিলি উপজাতি/পিডব্লুডি বিভাগ এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। সঙ্গে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার কার্ড হোল্ডারদের আবেদন ফি হিসেবে ইউএসডি $৫০ দিতে হবে।
প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এসবিআই কালেন্ট ব্যবহার করেই আবেদন ফি জমা দিতে হবে।
ফি জমা করার সময়ে মনে রাখতে হবে:
প্রথমে কর্পোরেট/ইনস্টিটিউশনের রাজ্যে মধ্যপ্রদেশ লিখতে হবে; এর পর কর্পোরেট/ইনস্টিটিউশনের ধরনে শিক্ষাগত প্রতিষ্ঠান দিতে হবে; সেই বিভাগে গিয়ে শিক্ষাগত প্রতিষ্ঠানের নামে ডিরেক্টর-এমএএনআইটি লিখে নিয়োগ আবেদনপত্রে ক্লিক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =