উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় ধাক্কা, স্থগিত নবম-দশম প্রক্রিয়া

কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভুলভ্রান্তির প্রভাব এবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে৷ শূন্যপদে বিভ্রাটের জেরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা সিদ্ধান্তের জেরে কোপের মুখে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ভবিষ্যত৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আরও পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে৷ বিভিন্ন সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, নবম-দশমে মোট শূন্যপদ রয়েছে প্রায় ৬৩০০টি৷ অর্থাৎ ধরে নেওয়া যায়,

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় ধাক্কা, স্থগিত নবম-দশম প্রক্রিয়া

কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভুলভ্রান্তির প্রভাব এবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে৷ শূন্যপদে বিভ্রাটের জেরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা সিদ্ধান্তের জেরে কোপের মুখে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ভবিষ্যত৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আরও পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে৷

বিভিন্ন সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, নবম-দশমে মোট শূন্যপদ রয়েছে প্রায় ৬৩০০টি৷ অর্থাৎ ধরে নেওয়া যায়, প্রায় ৬০০০ শূন্যপদে নিয়োগ নির্বিঘ্নেই হয়েছে৷ বাকি ৩০০ পদ নিয়ে জলিটলতা দেখা দেওয়ায়, বেড়ে উদ্বোগ৷ জানা গিয়েছে, ৩০০ পদে বিভ্রাট মেটানোর পর উচ্চ-প্রাথমিকে শূন্যপদের পুনর্বিন্যাসের কাজে হাত দেবে কমিশন৷ যাতে নতুন করে শূন্যপদ সংক্রান্ত কোনও সমস্যা দেখা না দেয়, সেবিষয়ে খতিয়ে দেখার কাজ শুরু হবে৷ উচ্চ প্রাথমিকস্তরে প্রায় সাড়ে ছ’হাজারের মতো শূন্যপদের সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে৷ সেগুলিকে ও আগেই সৃষ্ট হওয়া পদগুলিকে বার বার স্ক্রুটিনি করা হবে বলেও খবর৷ সব মিলিয়ে, উচ্চ প্রাথমিকে নিয়োগ আরও পিছয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মাস চারেক থমকে থাকার পর নিয়োগ প্রক্রিয়াকে নিখুঁত করতে পারল না কমিশন৷ ফের প্রকাশ্যে এল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ভুলভ্রান্তি৷ ৭ জানুয়ারি থেকে এই শিক্ষকদের নিয়োগপত্র ছাড়া শুরু হলেও অব্যহাত জটিলতা৷

বিকাশ ভবন সূত্রের খবর, প্রায় ৩০০ জনের শূন্যপদ নিয়ে গণ্ডগোলের জেরে তাঁদের নিয়োগ স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের মতোই তাঁরা স্কুলে গিয়ে জানতে পেরেছেন, সেখানে কোনও শূন্যপদই নেই। সংখ্যায় খুব কম হলেও এমন শিক্ষক রয়েছেন, যাঁরা স্কুলে গিয়ে জানতে পেরেছেন, সেখানে উচ্চ মাধ্যমিকের শূন্যপদ রয়েছে। কিন্তু মাধ্যমিকের কোনও শূন্যপদই নেই।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =