কলকাতা: কলকাতা পুলিশে সার্জেন্ট, সাব- ইন্সপেক্টর পদে ৩৩০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে ৷ যে কোন শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা ১-১-২০২১ র হিসাবে ২০ থেকে ২৭ বছর থাকলে আবেদন করতে পারেন৷ পশ্চিমবঙ্গের ও.বি.সি.৩ বছরের এবং তপশিসিরা ৫বছর,আর কলকাতা পুলিশের বিভাগীয় কর্মীরা ৮ বছর বয়সের ছাড় পাবেন ৷ শারীরিক প্রতিবন্ধীরা কোনো পদের যোগ্য নয় ৷ এছাড়া বিভাগীয় প্রার্থীরা সংরক্ষিত ক্যাটাগরির হিসাবে অতিরিক্ত বয়সের ছাড় পাবেন৷
‘সাব-ইন্সপেক্টর’ পদের জন্য শরীরের মাপ ছেলেদের লম্বায় ১৬৭ সেমি,ওজন ৫৬ কেজি ,আর বুকের ছাতি -ফুলিয়ে ৭৪ সেমি ও ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে ৷ ‘লেডি-সাব-ইন্সপেক্টর’ পদের জন্য লম্বায় ১৬০ সেমি, ওজন ৪৮ কেজি ৷ সাজেন্ট পদের জন্য ছেলেদের লম্বায় ১৭৩ সেমি, ওজন ৬০ কেজি, আর বুকের ছাতি না-ফুলিয়ে ৮১ সেমি, প্রসারণক্ষম ৫ সেমি হতে হবে৷ মহিলারা এই পদের যোগ্য নয়৷
ওপরের সব পদের জন্য দৃস্টিশক্তি দরকার সরকারী সাস্থ্য সংক্রান্ত অনুযায়ী ৷মূল মাইনে, ৩২,১০০-৮২,৯০০ টাকা ৷ শূন্যপদ- সার্জেন্ট পদে ১২২টি,(জেনা:৬০,ত:জা:১৬, ত:উ:জা:২৫,ও.বি.সি.-এ ক্যাটাগরি ১২, ও.বি.সি-বি-ক্যাটাগরি ৯) ৷ সাব-ইন্সেপেক্টর (আন-আর্মড শাখায়)১৮১টি ৷(জেনা:101, ত:জা:41,ত:উ:জা:9, ও.বি.সি.-এ ক্যাটাগরি 19, ও.বি.সি. -বি-ক্যাটাগরি 11 ) ৷ লেডি সাব-ইন্সপেক্টর (আন-আর্মড শাখায় )২৭টি (জেনা:10,ত:জা: 10,ত:উ:জা:2, ও.বি.সি.-এ ক্যাটাগরি 2টি,ও.বি.সি. বি-ক্যাটাগরি 3.)৷ প্রার্থী বাছাই হবে ৪টি ধাপে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ৷ তাতে সফল হলে শারীরিক-মাপ ওসক্ষমতার পরীক্ষা৷
এরপর ফাইনাল লিখিত পরীক্ষা ৷ সব শেষে ৩০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট ৷ দরখাস্ত আনলইন বাআফলাইনে ১৯শে জুলাই থেকে ১৯ আগস্টের মধ্যে করতে হবে এই ওয়েবসাইডে www.wbpolice.gov.in.www.kolkatapolice.gov.in এজন্য বৈধ্য ই-মেল.আই.ডি থাকতে হবে ৷