আর্মি, নেভি, এয়ারফরসে কয়েকশো অফিসার নিয়োগ

নয়াদিল্লি: ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ৯ মাস থেকে ২ বছর ১১ মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে কয়েকশো লক নিচ্ছে। নেওয়া হবে এইসব বিভাগগুলিতে। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি: যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেরা লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি হলে আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে ২.৭.১৯৯৬ থেকে ১.৭.২০০১ এর মধ্যে। মোট ১৮ মাসের ট্রেনিং হবে ‘জেন্টলম্যান

আর্মি, নেভি, এয়ারফরসে কয়েকশো অফিসার নিয়োগ

নয়াদিল্লি: ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ৯ মাস থেকে ২ বছর ১১ মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে কয়েকশো লক নিচ্ছে। নেওয়া হবে এইসব বিভাগগুলিতে।

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি: যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেরা লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি হলে আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে ২.৭.১৯৯৬ থেকে ১.৭.২০০১ এর মধ্যে। মোট ১৮ মাসের ট্রেনিং হবে ‘জেন্টলম্যান ক্যাডেড’ এ। ট্রেনিং এর সময় প্রার্থীকে দিতে হবে মোট ৩,৭৫০ টাকা। কোন প্রার্থী জমা দিতে অক্ষম হলে, তখন সরকারই ওই খরচ বহন করবে। ট্রেনিং এ সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি। এরপর ধাপে ধাপে কম্যান্ডার পদ পর্যন্ত পদোন্নতি হবে। ১৪৮তম কোর্সে ট্রেনিং শুরু জুলাইয়ে।

অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মেন ও এস.এস.সি উইমেন নন-টেকনিক্যাল): যে কোন শাখার ডিগ্রি কোর্স পাশ ছেলেরা ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি’ (ফর মেন) আবেদন করতে পারেন। যে কোন শাখার ডিগ্রি কোর্স পাশ অবিবাহিতা তরুণীরা অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মেন ও এস.এস.সি উইমেন নন-টেকনিক্যাল) এ আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে ২.৭.১৯৯৫ থেকে ১.৭.২০০১ এর মধ্যে। লম্বায় হতে হবে অন্তত ১৫৭.৫ সেমি। ট্রেনিং হবে মাদ্রাজের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। মোট ৯ মাসের ট্রেনিং হবে ‘জেন্টলম্যান ক্যাডেড’ এ। ট্রেনিং এর সময় প্রার্থীকে দিতে হবে মোট ৪,৬০০ টাকা। এর মধ্যে ২,৪৫০ টাকা ফেরত পাবেন। প্রার্থীর অভিভাবকের মাসিক আয় ১,৫০০ টাকার কম হলে সরকার পুরো বা আংশিক খরচ দেবে। ৫ বছরের জন্য শর্ট সার্ভিস কমিশনে চাকরি করতে হবে। এরপর পার্মানেন্ট কমিশনে চাকরি পেলে ধাপে ধাপে পদোন্নতি হবে। ১১২তম কোর্সে ট্রেনিং শুরু হবে ২০২০ সালের অক্টোবরে।

ন্যাভাল অ্যাকাডেমি:  ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা আবেদন করার যোগ্য। বয়স হতে হবে ২.৭.১৯৯৬ থেকে ১.৭.২০০১ এর মধ্যে। শুরুতে ৫ মাসের ট্রেনিং হবে গয়ার ন্যাভাল অ্যাকাডেমিতে, এক্সিকিউটিভ শাখার ক্যাডেড হিসেবে। ট্রেনিং এর সময় প্রার্থীকে দিতে হবে মোট ৩,৫০০ টাকা। প্রার্থীর অভিভাবকের মাসিক আয় ১,৫০০ টাকার কম হলে সরকার পুরো বা আংশিক খরচ দেবে। এরপর ক্যাডেড হিসেবে আড়াই বছরের ট্রেনিং। সফল হপ্লে নৌবাহিনীর কাজে ৬ মাসের চাকরি। ট্রেনিং এ সফল হলে সাব-লেফটেন্যান্ট পদে চাকরি। ট্রেনিং শুরু জুলাইয়ে।

এয়ারফোর্স অ্যাকাডেমি:  উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অংক  নিয়ে পাশের পর যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২.৭.১৯৯৬ থেকে ১.৭.২০০০ এর মধ্যে। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরাও আবেদন করার যোগ্য। লম্বায় অন্তত ১৬২.৫ সেমি হতে হবে। ট্রেনিং এর সময় প্রার্থীকে দিতে হবে মোট ২,৩৪০ টাকা। এর মধ্যে ৮৪০ টাকা ফেরত পাবেন। প্রার্থীর অভিভাবকের মাসিক আয় ৭৫০ টাকার কম হলে সরকার পুরো বা আংশিক খরচ দেবে। এছাড়া ফ্লাইং ভাতা পাবেন। ট্রেনিং শুরু জুলাইয়ে।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে  হবে এই ওয়েবসাইটে http://www.upsconline.nic.in । এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ৮ জুলাই ২০১৯ এর মধ্যে।

পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্দিয়ার যে কোন শাখায় নগদে দিতে পারেন বা এস.বি.আই নেট বাঙ্কিং এর মাধ্যমে দিতে পারেন। এছাড়া ভিসা/ মাষ্টার কার্ড/ ডেবিট কার্ডেও টাকা দিতে পারেন। মহিলা, প্রতিবন্ধী, তপসিলি ও তপসিলি উপজাতি দের কোন ফী লাগবে না। অনলাইনে দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন আইডি সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =