নয়াদিল্লি: সায়েন্টিফিক অফিসার পদে কর্মী নিয়োগ করবে ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি। ইঞ্জিনিয়ার স্নাতক এবং বিজ্ঞানে যাঁরা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা ওই পদের জন্য আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ওসিইএস ২০২১ এবং ডিজিএফএস ২০২১-এর দ্বারা৷ বার্কের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে ১২ জুলাই থেকে এবং ৯ অগস্ট ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, স্নাতকোত্তর প্রার্থীরাই আবেদন করার যোগ্য৷
গুরুত্বপূর্ণ দিন
অলাইন পরীক্ষার জন্য স্লট বুকিং করা যাবে ২০ অগস্ট থেকে ২৫ অগস্ট ২০২১ পর্যন্ত
বার্কের অনলাইন পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ২০২১
২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে অনলাইন পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে
উত্তীর্ণ প্রার্থীরা ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত স্লট বুকিং করতে পারবেন
৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২১ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে
ওসিইএসের চূড়ান্ত ফল নভেম্বরের শেষের দিকে প্রকাশিত হবে৷
বেতন
সায়েন্টিফিক অফিসার পদে নিযুক্ত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন হবে ৫৬ হাজার ১০০ টাকা।
স্টাইপেন্ড
ওসিইএস এবং ডিজিএফএসে যাঁরা ফেলোশিপ করবেন, তাঁদের মাসিক ৫৫ হাজার টাকা করে সময় স্টাইপেন্ড দেওয়া হবে প্রশিক্ষণের সময়। সঙ্গে ১৮ হাজার টাকার একটি বিশেষ অনুদান দেওয়া হবে। যা একবারই প্রদান করা হবে৷
বয়স
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর
অনান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে বয়স হতে হবে ২৯ বছর
তফসিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে ৩১ বছর
http://www.barc.gov.in/careers/vacancy531.pdf এই লিঙ্কে ক্লিক করে আগে ভালো করে নোটিফিকেশন পড়ে নিয়ে তার পর আবেদন করবেন।