প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার নিয়োগ

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার নিয়োগ

কলকাতা: কলকাতায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৭৩জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে সম্পূর্ণ চু্ক্তির ভিত্তিতে৷ এই বিষয়ে যোগ্য ও ইচ্ছুক আবেদনকারীদের আগামী ১০ সেপ্টেম্বর সরাসরি ইন্টারভিউয়ে অংশ নিতে হবে বলে জানিয়েছে কলকাতা এনইউএইচএম সোসাইটি।
 

শূন্যপদের বিবরণ
কলকাতায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৭৩টি পদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। এর মধ্যে ৫৫ জন পার্ট টাইম ও ১৮ জনকে ফুল টাইমের জন্য নিয়োগ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ইউআর ৪, এসসি ৪, এসটি ৫, ওবিসি এ ২, ওবিসি বি ২ এবং প্রতিবন্ধীদের জন্য ১টি আসন সংরক্ষিত৷৷

 

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর কোনও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই এমবিবিএস উত্তীর্ণ ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এছাড়াও এক বছরের ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়৷ 

 

বয়স 
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট https://www.kmcgov.in-এ দেখতে হবে।

 

আবেদন পদ্ধতি
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত সব তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বয়সের শংসাপত্র ছাড়াও কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য প্রামাণ্য নথি নিয়ে  সরাসরি ইন্টারভিউয়ে নির্দিষ্ট ঠিকানায় আসতে হবে। আগামী ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় ইন্টারভিউ দিতে আসতে রুম নং-২৫৪, সেকেন্ড ফ্লোর, পিএমইউ, কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি, ৫, এস.এন ব্যানার্জি রোড, কলকাতা-৭০০০১৩ ঠিকানায়৷

 

বেতন 
৫৫ জন পার্ট টাইম মেডিক্যাল অফিসারকে মাসিক ২৪,০০০টাকা বেতন দেওয়া হবে৷ আর ১৮ জন ফুল টাইম মেডিক্যাল অফিসারকে প্রতি মাসে ৬০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও, সরকারি নিয়ম মেনেই তা সম্পন্ন হবে। সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আনতে হবে প্রার্থীদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 19 =