পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে গ্রামীণ ডাক সেবক (জিডিএস)-এর ২০২১ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে। আবেদনের শেষ তারিখ ১৮ মার্চ ২০২০। নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে। কোন লিখিত পরীক্ষা হবে না। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণী। শুধুমাত্র দশম শ্রেণীর ফলাফলের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি হবে। এর বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও তা বিশেষভাবে বিবেচিত হবে না। এই নিয়োগের আওতায় রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবা পদ।
শিক্ষাগত যোগ্যতা
– এই পদগুলির জন্য ১০ ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। দশম শ্রেণিতে ইংরেজি এবং গণিতে পাস করা বাধ্যতামূলক। প্রার্থীদের দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা বাধ্যতামূলক।
বয়সসীমা
প্রার্থীদেরর ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। ২০২০ ফেব্রুয়ারী থেকে বয়স নির্ধারণ করা হবে।
সর্বাধিক বয়সসীমাতে, তফসিলি জাতিদের পাঁচ বছর, ওবিসি বিভাগে তিন বছর এবং বিশেষ চাহিদা সম্পন্ন
দের ক্ষেত্রে ১০ বছরের ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া-
প্রার্থীদের অনলাইন জমা দেওয়ার আবেদনের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত এবং নির্বাচন করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত প্রার্থীরা কোনও ধরণের অগ্রাধিকার পাবেন না। চূড়ান্ত নির্বাচন দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরগুলির ভিত্তিতে হবে।
আবেদনকারীরা অগ্রাধিকার হিসাবে পাঁচটি পদে আবেদন করে থাকলে এবং মেধার ভিত্তিতে একাধিক পদে নির্বাচিত হলে, তিনি কিন্তু একটি পদেই নির্বাচিত হবেন।
আবেদন ফি
অসংরক্ষিত এবং ওবিসি বিভাগে আবেদন ফি ১০০ টাকা। এসসি / এসটি, বিশেষ চাহিদা সম্পন্ন এবং মহিলাদের কোনও আবেদন ফি দিতে হবে না।
পোস্টাল সার্কেলের সেই পোস্টঅফিসগুলি থেকে ফি প্রদান করা যেতে পারে, যেখানে অনলাইনের সুবিধা রয়েছে।
পোস্টাল সার্কেলের সেই পোস্টঅফিসগুলির নাম এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে http://appost.in. gdsonline
ফি জমা করার জন্য, প্রার্থীকে নিবন্ধকরণ নম্বরটি নির্দেশ করতে হবে পোস্ট অফিস কাউন্টারে জানাতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট http://appost.in /gdsonline লগইন করতে হবে এবং প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
এসম্পর্কে বিস্তারিত জানা যাবে-http://appost.in এবং http://appost.in /gdsonline ওয়েবসাইটে।